বাংলায় ফের কমেছে মৃতের সংখ্যা স্বস্তিতে মানুষ

বাংলায় ফের কমেছে মৃতের সংখ্যা স্বস্তিতে মানুষ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিউজ ডেস্ক ৫ নভেম্বর ২০২০: বাংলায় দাপিয়ে বেড়াচ্ছে করোনা। করোনার প্রকোপে ব্যাতিব্যস্ত মানুষের জনজীবন। উৎসবের মরসুম থেকে কর্মজীবনে নিত্য দিনের যাতায়াত করোনায় পাল্টে গেছে সবটাই। সবাই দিন গুনছে ভ্যাকসিনের আশায়।

এদিকে বুধবার সন্ধ্যায় রাজ্য স্বাস্থ্য ভবনের বুলেটিনের তথ্য অনুযায়ী কমেছে  মৃত্যু হার, বেড়েছে সুস্থতার হার। মঙ্গলবার মৃতের সংখ্যা ছিল ৫৬জন। কিছু দিন আগেই এর সংখ্যাটা পৌঁছেছিল ৬৩টে। এখন রাজ্যে একদিনে মৃতের সংখ্যা ৫৫জন। সব মিলিয়ে বাংলার মানুষ কিছুটা স্বস্তি  পেয়েছে। তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়  এখন রাজ্যে মৃত্যুহার ছিল  ১ দশমিক ৮২ শতাংশ। যা  একসময় ২ শতাংশের উপর ছাড়িয়ে গেছিলো। তুলনামূলক ভাবে এভাবেই ক্রমশ ওঠানামা করছে মৃতের হ্রাস বৃদ্ধি। রাজ্যে একদিনে সুস্থ হয়েছে ৪০৫৮জন। সোমবার সুস্থ ছিল ৪০৮৫ জন।

আরও পড়ুন…বিজয় শীলের হত্যাকারীদের শাস্তির দাবিতে বিক্ষোভ

সব মিলিয়ে মোট সুস্থ হয়েছেন ৩ লক্ষ ৪২ হাজার ১৩৩জন। সুস্থতার হার বেড়ে দাঁড়ালো ৮৮.৫৯ শতাংশে। সূত্রের খবর বলছে ধীরে ধীরে কমছে অ্যাক্টিভ আক্রান্ত্রের সংখ্যাও।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top