লোকাল ট্রেন নিয়ে ফের বৈঠকে রাজ্য

লোকাল ট্রেন নিয়ে ফের বৈঠকে রাজ্য

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা ৫ নভেম্বর ২০২০ : বৃহস্পতিবার   অর্থাৎ আজ ফের রাজ্য রেলের বৈঠক করবে কিভাবে চালানো হবে রেল পরিষেবা সেই বিষয় নিয়ে। তার আগে আমরা রেল এবং যাত্রীদের কি অবস্থা তা স্বচক্ষে প্রমাণ করার জন্য উপস্থিত হয়েছিলাম হাবরা স্টেশনে।

করোনার জন্য দীর্ঘদিন ট্রেন বন্ধ। সরকারি চাকুরে থেকে দিনমজুর প্রত্যেককেই নির্ভর করতে হয় এই ট্রেনের ওপর। প্রায় সাত মাস বন্ধ ট্রেন যারা ট্রেনের উপর নির্ভরশীল এবং দিনমজুরের কাজ করে প্রত্যেকেই অর্থনৈতিক কষ্টে ভুগছেন ট্রেন বন্ধ থাকার জন্য। পাশাপাশি বাসেও বাদুড়ঝোলা ভিড়, নেই কোনো সামাজিক দূরত্ব। করোনা বিধি মানতে গিয়ে ট্রেন ৫০% যাত্রী নিয়ে চালানোর চিন্তাভাবনা রেল এবং রাজ্যের কিন্তু বনগাঁ শাখায় যেভাবে যাত্রীর চাপ সেখানে দাঁড়িয়ে ৫০% যাত্রী নিয়ে চললে যাত্রীদের কি অবস্থা হবে তা নিয়ে ভেবে পাচ্ছেনা যাত্রীরা নিজেই। মাসখানেক আগে ট্রেন চালানো হবে বলে প্রত্যেক স্টেশনের সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য গোল গোল রাউন্ড দেওয়া হয়েছিল কিন্তু ছবিতে পরিষ্কার যেভাবে সাধারণ মানুষের ভিড় তাতে মানা যাচ্ছে না সামাজিক দূরত্ব।

আরও পড়ুন…বেআইনীভাবে কাটা হচ্ছে গাছ, উত্তেজনা দুর্গাপুরে

তার ওপর যদি 50% যাত্রী নিয়ে ট্রেন চলে তাহলে আরও বিশৃঙ্খলা সৃষ্টি হবে এমনটাই দাবি যাত্রীদের। এখন সবাই রেল ও রাজ্যের বৈঠকের দিকেই তাকিয়ে আছে এবং আলোচনায় কি সিদ্ধান্ত নেয়া হয় সেটাই এখন দেখার ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top