নিজস্ব সংবাদদাতা,উত্তর ২৪পরগণা, ৬ নভেম্বর, ২০২০: টিটাগড় কেলভিন জুটমিলে ভয়াবহ আগুন লেগেছে। সূত্রের খবর, ঘটনাস্থলে দমকলের পাঁচটি ইঞ্জিন পৌঁছেছে।তবে আগুনের তীব্রতা এতটাই বেশি যে এখনো আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় নি।।
দমকল বাহিনী আগুন নেভানোর কাজ চালিয়ে যাচ্ছে। আগুন বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে দমকলের প্রাথমিক অনুমান। দমকলের সংখ্যা আরো বাড়ানো হচ্ছে। এই মিলের নাইট শিফটে কাজ চলার সময় ৯ টা নাগাদ এই আগুন লাগে।
আরও পড়ুন…“অমিত শাহ-র কথাবার্তা পাগলের মতো”- মন্তব্য অনুব্রত-র
নাইট শিফটে প্রায় ৮০০ শ্রমিক কাজ করছিল। তবে হতাহতের কোনো খবর নেই।