নিজস্ব সংবাদদাতা,বীরভূম, ৬ নভেম্বর, ২০২০: বোলপুরের একটি বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে ভুল রক্ত নির্বাচনের অভিযোগ উঠছে। বোলপুরের লাউদহ গ্রামের নজমা খাতুন নামে এক গর্ভবতী মহিলার বোলপুরের ওই বেসরকারি হাসপাতালে চিকিৎসা করাতে এলে প্রথমে তার রক্তের গ্রুপ বলা হয় ও পজেটিভ।
কিন্তু সরকারি হাসপাতালে তার রক্তের গ্রুপ জানাই বি পজেটিভ যার পরেই পরিবারের লোকজন দ্বন্দ্বে পড়ে পুনরায় ওই বেসরকারি হাসপাতালে এসে রক্ত পরীক্ষা করালে দেখা যায় ওই মহিলার রক্ত বি পজেটিভ ঘটনার পরেই বেসরকারি ওই হাসপাতালে চত্ত্বরে উত্তেজনা ছড়ায়।ওই মহিলার পরিবারের লোকজন হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ এনেছেন।
আরও পড়ুন…টিটাগড়ে জুটমিলে ভয়াবহ আগুন
অন্যদিকে হাসপাতাল কর্তৃপক্ষ নিজেদের ভুল স্বীকার করে নেওয়ার পাশাপাশি এমন ঘটনার জন্য প্রিন্টিং মিসটেককে দায়ী করেছেন। ভবিষ্যতে এমন যেন ভুল না হয় তার জন্য তারা সতর্ক থাকবেন।