আন্তর্জাতিক বিনিয়োগকারীদের ভার্চুয়াল বৈঠকে পৌরোহিত্য করেছেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক বিনিয়োগকারীদের ভার্চুয়াল বৈঠকে পৌরোহিত্য করেছেন প্রধানমন্ত্রী

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নতুনদিল্লি, ৬ নভেম্বর, ২০২০;প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আন্তর্জাতিক বিনিয়োগকারীদের ভার্চ্যুয়াল গোল টেবিল বৈঠকে পৌরোহিত্য করেছেন। বৈঠকে প্রধানমন্ত্রী বলেছেন, এ বছর ভারত আন্তর্জাতিক মহামারীর বিরুদ্ধে সাহসের সঙ্গে লড়াই করেছে। সারা বিশ্ব দেখেছে ভারতের জাতীয় চরিত্র। সারা বিশ্ব ভারতের প্রকৃত শক্তিও দেখেছে। ভারত সফলভাবে তার দায়িত্ববোধ, সহানুভূতি, জাতীয় ঐক্যের ভাবনার প্রতিফলন ঘটিয়েছে, যার মাধ্যমে ভারতের পরিচিতি প্রকাশ পেয়েছে।


তিনি বলেছেন, ভারত এই মহামারীর মধ্যেও ভাইরাসের বিরুদ্ধে লড়াই কিংবা আর্থিক স্থিরতাকে নিশ্চিত করার ক্ষেত্রে তার ভূমিকা দেখিয়েছে । এই দৃঢ়তার মাধ্যমে আমাদের ব্যবস্থার শক্তি, আমাদের জনসাধারণের সমর্থন ও আমাদের সরকারের নীতির স্থায়িত্ব প্রতিফলিত হয়েছে। মোদী বলেছেন, আজ বিনিয়োগকারীরা সেইসব প্রতিষ্ঠানের দিকে ঝুঁকছেন যেগুলি পরিবেশগত, সামাজিক এবং পরিচালন ক্ষেত্রে যথেষ্ট দক্ষ। ভারতে ইতিমধ্যেই সেই ব্যবস্থা রয়েছে এবং এ দেশের প্রতিষ্ঠানগুলি এ ব্যাপারে যথেষ্ট অগ্রণী। ভারত বিশ্বাস করে, পরিবেশগত, সামাজিক ও পরিচালনগত উন্নতির পথ অনুসরণ করতে হবে।
প্রধানমন্ত্রী জানিয়েছেন যে ভারত বিনিয়োগদের কাছে গণতান্ত্রিক, জনবিন্যাসগত এবং বৈচিত্র্যপূর্ণ চাহিদার সুযোগ দিচ্ছে। তিনি বলেছেন “ আমাদের বৈচিত্র্যের সুযোগ আপনারা ব্যবহার করতে পারবেন যার মাধ্যমে আপনারা একটি বাজারের মধ্যে অনেকগুলি বাজার পাবেন। বিভিন্ন ধরনের চাহিদা পাওয়া যাবে। এ দেশে নানা ধরনের আবহাওয়া পাবেন এবং বিভিন্ন স্তরের উন্নয়ন পাবেন।“
বৈঠকের পর সিপিপি ইনভেস্টমেন্টসের সভাপতি ও মূখ্য কার্যনির্বাহী আধিকারিক মিঃ মার্ক মাচিন বলেছেন, “ ২০২০-র আন্তর্জাতিক বিনিয়োগকারীদের ভার্চ্যুয়াল গোল টেবিল বৈঠকটি অত্যন্ত ফলপ্রসূ ও সহায়ক। ভারতীয় অর্থনীতির বিষয়ে সরকারের পরিকল্পনা এবং ভারতে আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলির বিনিয়োগকে ত্বরান্বিত করতে আমরা স্পষ্ট ধারণা পেয়েছি। আমাদের সুদুরপ্রসারী বিবিয়োগের কৌশল তৈরিতে, ক্রম বর্ধমান বাজারের ক্ষেত্রে ভারত আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিকাঠামো, শিল্প ও উপভোক্তাদের জন্য আমাদের বিনিয়োগকে আমরা আরো বাড়াতে আগ্রহী।“
ক্যাশে দ্য দেপট এত প্লেসমেন্ট দ্যু কিউবেকের (সিডিপিকিউ) সভাপতি ও মূখ্য কার্যনির্বাহী আধিকারিক মিঃ চার্লস এমন্ড ভারতের বিষয়ে বলতে গিয়ে জানিয়েছেন, “ সিডিপিকিউ-এর জন্য ভারত একটি গুরুত্বপূর্ণ বাজার। পূণর্নবীকরণ, লজিস্টিক, আর্থিক ও প্রযুক্তি নির্ভর পরিষেবায় আমরা কোটি কোটি অর্থ বিনিয়োগ করেছি। আগামী দিনে আমরা আমাদের উপস্থিতি আরো বাড়াতে চাই। এই গোল টেবিল বৈঠকের আয়োজন করার জন্য আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তাঁর সরকারকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই। এখানে ভারতের জন্য শক্তিশালী অর্থনীতি গড়ে তুলতে আন্তর্জাতিক বিনিয়োগকারী ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ তাঁদের সুযোগের বিষয়ে আলোচনা করেছেন।“
মার্কিন যুক্তরাষ্ট্রের টিচার রিটায়ারমেন্ট সিস্টেম অফ টেক্সাসের মূখ্য বিনিয়োগকারী আধিকারিক মিঃ জোস আউবে ভারত সম্পর্কে তাঁর ধারণা ও গোল টেবিল বৈঠকে অংশ গ্রহণের বিষয়ে বলেছেন, “২০২০-র আন্তর্জাতিক বিনিয়োগকারীদের ভার্চ্যুয়াল গোল টেবিল বৈঠকটিতে যোগ দিতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। বিকাশশীল অর্থনীতি ও বাজারের সুবিধা পাওয়ার জন্য পেনশন তহবিলের বিনিয়োগকারীরা তাঁদের মূলধনের অনেকটা পরিমাণ চিহ্নিত করেন। ভারত কাঠামোগত সংস্কারের যে উদ্যোগ নিয়েছে, তার ফলে ভবিষ্যতে উচ্চ হারে বিকাশের ক্ষেত্রে একটি দৃঢ় ভিত গড়ে উঠছে।’’

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top