নিজস্ব সংবাদদাতা ৭ নভেম্ববর ২০২০ পশ্চিম বর্ধমান:জলের দাবিতে দুর্গাপুরের বিধাননগরের ইন্ডিয়ান রিজার্ভ ব্যাটেলিয়নের সামনে বিক্ষোভে নামল বিধাননগর হাউসিং কলোনীর বাসিন্দারা। স্থানীয় পুরপিতা দীপেন মাজি উত্তেজিত স্থানীয় বাসিন্দাদের বোঝাতে গেলে তাকে ঘিরে ধরে বিক্ষোভ চালায় তারা।
পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। এরই মধ্যে ঘটনাস্থলে আসেন দুর্গাপুর নগর নিগমের ২৫নম্বর ওয়ার্ডের পুরপিতা দীপঙ্কর লাহা, এবং বিজেপি নেতা দেবাশীষ রায় এই অবরোধে বসে পড়েন। বিধাননগরের হাউসিংয়ের বাসিন্দা না হয়েও কেন এই অবরোধে যোগ দিয়েছেন তিনি সেই প্রশ্ন তুলে নগর নিগমের পুরপিতা দীপঙ্কর লাহা সরাসরি ঐ বিজেপি নেতাকে বলেন, রাজনীতি না করে চলে যান । এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয় পুরপিতার সাথে ঐ বিজেপি নেতার ধস্তাধস্তি, পরে পুলিশ এসে কোনোক্রমে সামাল দেয় পরিস্থিতির।
আরও পড়ুন…মুর্শিদাবাদে নিঃশব্দ বিপ্লব বাহিনীর উদ্যোগে অগ্রিম জন্মদিন পালন অভিষেক ব্যানার্জীর
তবে জল যতক্ষণ না পাচ্ছেন ততক্ষন রাস্তা ছাড়বেন না বলে জানিয়েছেন স্থানীয়রা । এই অবরোধের জেরে গোটা এলাকায় ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে।