বালির সাথে কেমিক্যাল মিশিয়ে তৈরি হচ্ছে  নকল কীটনাশক 

বালির সাথে কেমিক্যাল মিশিয়ে তৈরি হচ্ছে  নকল কীটনাশক 

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা ৭ নভেম্বর ২০২০:  বালির সাথে কেমিক্যাল মিশিয়ে নকল কীটনাশক  তৈরি করা হচ্ছিল একটি কারখানায়। গোপন সূত্রে খবর  পেয়ে সেই কারখানায় হানা দিল জেলা কৃষি দপ্তরের আধিকারিকেরা। বাজেয়াপ্ত করা হল নকল কীটনাশক  তৈরির কেমিক্যাল ও অন্যান্য সামগ্রী। 

ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার রূপাহারে। নকল কীটনাশক  তৈরি করে তা বাজারে বিক্রি করছিল কারখানার মালিক। বিভিন্ন কোম্পানির নামে জাল এই কীটনাশক বাজারে বিক্রি করার ফলে ব্যাপক ক্ষতির মুখে পড়ছিলেন উত্তর দিনাজপুর জেলার কৃষকেরা। কৃষি আধিকারিকেরা হানা দিয়ে প্রায় ১ টন জাল কীটনাশক আটক করে কারখানাটি সিল  করে দেওয়ার পাশাপাশি কারখানার মালিক ভবেশ রায়ের বিরুদ্ধে রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। অনুখাদ্য তৈরির কারখানার নামে বিভিন্ন নামী দামি কোম্পানির কীটনাশকের লেবেল লাগিয়ে জাল কীটনাশক তৈরির করার অভিযোগ উঠল রায়গঞ্জ থানার রূপাহারে ভবেশ রায় নাম এক কারখানার মালিকের বিরুদ্ধে। গোপন সূত্রে খবর পেয়ে উত্তর দিনাজপুর জেলা কৃষি দপ্তরের আধিকারিকেরা হানা দিলে  প্রথমে কারখানা কর্তৃপক্ষ কৃষি আধিকারিকদের কারখানায় প্রবেশে বাঁধা  দিলেও পরে তারা কারখানায় ঢুকে দেখতে পান বালির সাথে কেমিক্যাল ও নানা রঙ মিশিয়ে জাল কীটনাশক তৈরি করা হচ্ছে। এই জাল কীটনাশক বিভিন্ন নামী দামি কোম্পানির নাম দিয়ে প্যাকেটজাত করে বাজারে বিক্রি করছে। প্রায় ১ টন জাল কীটনাশক আটক করেছে জেলা কৃষি দপ্তরের আধিকারিকেরা।  কারখানার মালিক ভবেশ রায় জাল কীটনাশক তৈরি করার কথা স্বীকার করেছেন। জেলা কৃষি দপ্তরের ডেপুটি ডিরেক্টর ( প্রশাসন)  ডঃ বিপ্লব কুমার ঘোষ জানিয়েছেন, অনুখাদ্য তৈরি করার লাইসেন্স আছে কিনা তা খতিয়ে দেখার পাশাপাশি জাল কীটনাশক তৈরি করার জন্য সমস্ত কাঁচামাল বাজেয়াপ্ত করা হয়েছে।

আরও পড়ুন…অবশেষে ২১ দিন পর এল মদন ঘোড়াইয়ের দেহ

সিল করে দেওয়া হয়েছে ওই কারখানা। রায়গঞ্জ শহর সংলগ্ন এলাকায় প্রকাশ্যে জাল কীটনাশক তৈরি করার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top