নিউজ ডেস্ক, ৬ নভেম্বর,২০২০: দীর্ঘ লড়াই এর অবসান। অবশেষে আমেরিকার ৪৬তম প্রেসিডেন্ট হলেন জো বাইডেন। পেনসিলভ্যানিয়া প্রদেশ জিতে মোট ২৭৩ টি ইলেক্টোরাল পেয়ে গিয়েছেন জো বাইডেন। ভাইস প্রেসিডেন্ট হচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিস। আমেরিকাবাসীদের ধন্যবাদ দিয়ে একটি টুইট করেছেন জো বাইডেন। পাশাপশি, টুইটে লিখেছেন, আগামী দিনে অনেক কঠিক কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন বাইডেন। টুইটের সঙ্গে একটি গানের ভিডিয়োও আপলোড করেছেন তিনি ।
https://twitter.com/JoeBiden/status/1325118992785223682?s=19
ভিডিয়োটির শেষে ফুটে উঠেছে “আ কান্ট্রি ফর অল অ্যামেরিকানস, আ ফিউচার ফর অল অ্যামেরিকানস, আ প্রেসিডেন্ট ফর অল অ্যামেরিকানস ।” প্রসঙ্গত, বাইডেনের জয় নিশ্চত করতে প্রয়োজন ছিল ২৭০টি ইলেক্টোরালের । পেনসিলভ্যানিয়ায় গতকাল থেকেই এগিয়ে ছিলেন বাইডেন । আজ সকাল থেকেই সেই ব্যবধান বাড়াতে থাকেন তিনি । যদিও তার আগে পর্যন্ত বাইডেনের পক্ষে ভোট ছিল ২৫৩ টি ইলেক্টোরাল । এবং ট্রাম্পের ছিল তখনও ২১৪ টি ইলেক্টোরাল । অবশেষে দীর্ঘ ভোট গণনার পর দেখা গেল বাইডেনের দখলে আসে মোট ২৭৩টি ইলেক্টোরাল । আমেরিকাবাসীরা ট্রামকে বিদায় জানিয়ে প্রেসিডেন্ট এর আসনে নিয়ে এসেছেন জো বাইডেনকে। উল্লেখ্য, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রামের সঙ্গে একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করে ফেলেছিলেন ভারত আমেরিকার সম্পর্ক দৃঢ় করতে। এখন বাইডেনকে সঙ্গে সেই সম্পর্ক বজায় থাকবে কিনা সেইটাই দেখাবার বিষয়।