নিউজ ডেস্ক, ৮ নভেম্বর, ২০২০: এই প্রথম আমেরিকার ভাইস প্রেসিডেন্ট হলেন একজন ভারতীয় মহিলা। প্রথম মহিলা কৃষ্ণাঙ্গ ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিস নির্বাচিত হয়েছেন ভাইস প্রেসিডেন্ট হিসেবে। ২৭৯ টি ভোটে ডেমোক্র্যাটের জয়ের পরেই ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিশ্চিত হয়ে যায় কমলা হারিসের নাম।
ক্যালিফোর্নিয়ায় নাম। ১৯৬৪ সালে ২০ অক্টোবর জন্মগ্রহণ করেন কমলা হ্যারিস।মা শ্যামলা গোপালন হ্যারিস ভারতীয় বংশোদ্ভূত এবং বাবা ডোনাল্ড জে হ্যারিস ছিলেন জামাইকান ছিলেন বংশোদ্ভূত। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় থেকে আইন নিয়ে পড়াশোনা করেন তিনি। ২০০৩ সালে সান ফ্রান্সিসকোর এটর্নি জেনারেল হিসেবে নিযুক্ত হন কমলা হ্যারিস। ২০১০ সালে প্রথম কৃষ্ণাঙ্গ মহিলা এবং দক্ষিণ এশীয় বংশোদ্ভূত হিসেবে ক্যালিফোর্নিয়ায় এটর্নি জেনারেল নির্বাচিত হন কমলা হ্যারিস। দুই বছর সেই পদে ছিলেন তিনি। এরপরে ২০১৬ সালে প্রত্যক্ষভাবে রাজনীতিতে আসা তাঁর।তিনিই প্রথম কৃষ্ণাঙ্গ মহিলা সিনেটর হিসেবে ক্যালিফোর্নিয়া থেকেই নির্বাচিত হন।এবং ২০২০ সালের নির্বাচনে হোয়াট হাউসে আমেরিকার সরকারের দ্বিতীয় গুরুত্বপূর্ণ পদ অর্জন করেছেন ।যদিও এক সময় বিভিন্ন বিতর্কে বাইডেনের বিভিন্ন নীতির সমালোচনাও করেছেন।সরব হন সেনেটে।
আরও পড়ুন…আমেরিকার শাসনে জো বাইডেন, বিদায় ট্রাম
কিন্তু ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে হোয়াট হাউস দখলের লড়াইয়ে কমলা হ্যারিসকেই সঙ্গী করেন জো বাইডেন।কারণ, তাঁর লক্ষ্য ছিলেন আফ্রো-আমেরিকান এবং আমেরিকায় প্রবাসী ভারতীয়দের সমর্থন পাওয়া। অবশেষে ২০২০ এর নির্বাচনের শেষে প্রেসিডেন্ট হলেন জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট হলেন ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিস।