নিজস্ব সংবাদদাতা, মালদা, ৮ নভেম্বর, ২০২০: এবারে শুভেন্দু অধিকারীর নামে পোস্টার পড়ল মালদায়।ইংরেজবাজার শহরের পোস্ট অফিস মোড় নেতাজি মোড় রাজ হোটেল মোড় সহ বিভিন্ন এলাকায় শুভেন্দু অধিকারীর নামে পোস্টার দেওয়া হয়।
বিভিন্ন স্লোগান দিয়ে এই পোস্টার দেওয়া হয়েছে। অরাজনৈতিক ভাবে দাদার অনুগামী হিসেবে এই পোষ্টার দেওয়া হয়েছে বলে দাবি করেছেন কাজল গোস্বামীর। এই পোস্টার লাগানো নিয়ে আবারও শুরু হয়ছে রাজনৈতিক চাপানউতোর। জেলা তৃণমূলের কো-অর্ডিনেটর দুলাল সরকার বলেন, কাজল গোস্বামী একজন বিজেপির টাউট।তৃণমূল কংগ্রেসকে ভাঙানোর জন্য এবং বদনাম করার জন্য ষড়যন্ত্র করছে বিজেপি। তাই এই পোস্টার গুলি দিয়েছে। যদিও বিজেপি র পাল্টা দাবি মানুষের সাথে যোগাযোগ আছে এমন অনেক নেতা সাইড লাইনে চলে গেছেন।
আরও পড়ুন…নতুন করে আবার কি করছেন শ্রাবন্তী, ভিডিওতে নিজেই খোলসা করে বললেন সেই কথা
তাই এই ধরনের পোস্টার পড়ছে। এই ধরনের নেতারা বিজেপিতে যোগদান করতে চাইলে বিজেপির দরজা খোলা আছে। উল্লেখ্য, এর আগে চাকদা, নদীয়া, কৃষ্ণনগর, দুর্গাপুর এ দাদার অনুগামী লেখা পোস্টার লাগাতে দেখা গিয়েছিল।