নিজস্ব সংবাদদাতা, কলকাতা, ৮ নভেম্বর, ২০২০: আবারও করোনা হাসপাতাল তৈরি হচ্ছে কলকাতায়। এবার করোনা রোগীদের বেডের ঘাটতি মেটাতে কলকাতার আরও একটি হাসপাতালকে কোভিড হাসপাতালে পরিণত করার সিদ্ধান্ত রাজ্য সরকারের।
যাদবপুরের কে এস রায় টিবি হাসপাতালে তৈরি হবে ১৩০ বেডের কোভিড হাসপাতাল। থাকবে ৫০টি এইচডিইউ বেড। যাদবপুরের ওই যক্ষ্মা হাসপাতালে ভর্তি ছিলেন ২১ জন রোগী। হাসপাতাল খালি করার পাশাপাশি, কয়েকজনকে অন্য যক্ষা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
আরও পড়ুন…সীমান্তে ফের গ্রেফতার মহিলা সহ ৮ বাংলাদেশি
এছাড়াও, ক্রিটিক্যাল কেয়ার বেডের সংখ্যা বাড়াতে উদ্যোগী রাজ্য সরকার। গোটা রাজ্যে কোভিড হাসপাতালে ৫০৭টি এইচডিইউ বেড তৈরি করা হচ্ছে।