নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুর, ৮ নভেম্বর, ২০২০:রবিবার বাড়ি থেকে একই পরিবারের ৫ সদস্যের মৃতদেহ উদ্ধার করল পুলিশ। রবিবার সকালে সকালে বিষয়টি নজরে আসতে চাঞ্চল্য ছড়ায় দক্ষিণ দিনাজপুর তপন থানার চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের জামালপুর এলাকায়।
খবর পেয়ে ঘটনাস্থলে যায় তপন থানার বিশাল পুলিশবাহিনী। পরে পুলিশ মৃতদেহ গুলি উদ্ধার করে থানায় নিয়ে আসে। পুলিশ সূত্রে জানা গেছে মৃতদের নাম ৩৩ বছরের অনুপ বর্মণ, ৬০ বছরের উলুবালা বর্মণ, ২৬ বছরের মল্লিকা বর্মণ, ১০ বছরের বিউটি বর্মণ, ৬ বছরের স্নিগ্ধা বর্মণ। স্থানীয় বাসিন্দা ও পুলিশের প্রাথমিক অনুমান অনুপ বর্মণ পরিবারের সদস্যদের খুন করার পর নিজের গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, অনুপ বর্মণ দীর্ঘদিন ধরে ক্যান্সার আক্রান্ত। নিজের চিকিৎসার জন্য জমি জায়গা বিক্রি হয়ে গেছে। চিকিৎসার খরচ আর জোগার করতে পারছিল না।
আরও পড়ুন…সুজিত বোসের উদ্যোগে লেকটাউনে বিজয়া সম্মেলন
এর জন্য হয়তো পরিবারের সকলকে মেরে নিজের আত্মঘাতী হয়েছে বলে অনুমান স্থানীয়দের। অনুপের মা উলুবালা বর্মণ, স্ত্রী মল্লিকা বর্মণ, তার বড় মেয়ে বিউটি বর্মণ এবং ছোট মেয়ে স্নিগ্ধা বর্মণ।