নিজস্ব সংবাদদাতা, বহরমপুর, ৮ নভেম্বর, ২০২০:মমতার ছাটাইয়ের তালিকায় এসে গিয়েছে শুভেন্দুর নাম। আজ বহরমপুরে এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী। পাশাপাশি, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে একাধিক কটাক্ষ করেছেন তিনি।
শুভেন্দু অধিকারীর অবদান তৃণমূলের রাজনৈতিকভাবে শক্তিবৃদ্ধির পিছনে অনস্বীকার্য। সিঙ্গুর ও নন্দীগ্রাম ইস্যুতেও প্রথম শারিতে দাঁড়িয়ে সিপিএম বিরুদ্ধে তৃণমূলের হয়ে লড়েছিলেন তিনি।কিন্তু এখন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রোমোট করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীকে ছেঁটে ফেলতে চাইছেন বলে কটাক্ষ করেন তিনি। পাশাপাশি, তিনি বলেছেন মুর্শিদাবাদে তাঁকে হারানোর জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীকে নিয়োগ করেছিলেন সেখানে।
আরও পড়ুন…একই পরিবারের ৫ জনের রহস্যজনক মৃত্যু, চাঞ্চল্য
মুর্শিদাবাদ জেলায় এসে সাম্প্রদায়িক রাজনীতি করে তাঁরা কংগ্রেসকে দুর্বল করার চেষ্টা করেছেন। খুব তাড়াতাড়িই দিদির পার্টি শেষ হবে বলে দাবিও করেছেন অধীররঞ্জন চৌধুরী।