নিউজ ডেস্ক, ৯ নভেম্বর, ২০২০: প্রয়াত ভারতীয় প্রাক্তন ফুটবলার সত্যজিৎ ঘোষ। সূত্রের খবর, বাড়িতে পরে গিয়ে হৃদরোগে আক্রন্ত হন সত্যজিৎ ঘোষ। এরপরেই হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। সোমবার ভোরে ৬২ বছর বয়সে প্রয়াত হন জাতীয় ফুটবলার সত্যজিৎ ঘোষ। ১৯৮২ থেকে ৮৬ সাল পর্যন্ত মোহনবাগানের হয়ে ডিফেন্ডার হয়ে খেলেছিলেন তিনি। সবুজ-মেরুন জার্সিতে দাপটের সঙ্গেই ফুটবল খেলেছিলেন তিনি।

মোহনবাগানে খেলেই জাতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করেন সত্যজিৎ ঘোষ। তাঁর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে বাংলার ফুটবলমহলে। প্রাক্তন গোলরক্ষক তনুময় বসু সোশ্যাল নেটওয়ার্কে সত্যজিৎ ঘোষের মৃত্যুর খবরটি জানান।
সত্যজিৎ ঘোষের প্রয়াণে শোকাহত তাঁর একদা সতীর্থ মানস ভট্টাচার্য, বিদেশ বসুরা। শুধুমাত্র ক্রীড়া জগৎ ই নয় সকলের মধ্যেই সত্যজিৎ ঘোষের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে।