নিউজ ডেস্ক, ৯ নভেম্বর,২০২০:এবার বলিউডের অভিনেতা অর্জুন রামপালের বাড়িতে এনসিবির হানা দিয়েছে। বিশেষ সূত্রে জানা গিয়েছে, মাদক মামলায় অর্জুন রামপালের বাড়িতে তল্লাশি অভিযান চালিয়েছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। গ্রেফতার হওয়া মাদক পাচারকারীরা জেরার সময় অভিনেতার নাম নিয়েছে। আর এরপরেই শুরু হয়েছে তল্লাশি।

যদিও এই বিষয় দুই তরফ থেকেই কোনো মন্তব্য করা হয়নি। অন্যদিকে মাদক চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে রবিবার ফিল্ম প্রযোজক ফিরোজ নাদিয়াদওয়ালার স্ত্রীকে গ্রেফতার করা হয়।আজ তাঁর মেডিকেল টেস্ট হবে বলেও জানা গিয়েছে। ফিরোজের বাড়ি থেকে ১০ গ্রাম গাঁজা উদ্ধার হয়েছে বলেও জানা গিয়েছে। পাশাপশি, মাদক চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সম্প্রতি গ্রেফতার করা হয় অর্জুন রামপালের বিশেষ বান্ধবী গ্যাব্রিয়েলার ভাই অ্যাজিসিওলাসকে। সুতরাং বলিউডের মাদক চক্র যে দিনে দিনে আরো গভীর হতে চলেছে তা বোঝাই যাচ্ছে।