নিজস্ব সংবাদদাতা ৯ নভেম্বর ২০২০ পশ্চিম মেদিনীপুর:সাতসকালে হাতির তান্ডবে অতিষ্ট গ্রামবাসীরা।
এদিন বিনপুর ও পশ্চিম মেদিনীপুরের সীমানা লাগোয়া গ্রামগুলিতে যথা গলোচটি,পূর্বাশোল ,ডাবরা ,চুয়াশোল, বক্সিবাঁধসহ বেশ কিছু জায়গায় ৩০ থেকে ৩৫ টির এক হাতির দল তান্ডব চালায়। সকাল বেলায় গ্রামে চাষের জমিতে হাতির দলের দৌরাত্ম্যে প্রায় আনুমানিক ৫০ থেকে ৬০ বিঘা চাষের ফসল নষ্ট হয়েছে যার জেরে আতঙ্কে রয়েছেন গ্রামের মানুষ।