নিজস্ব সংবাদদাতা ৯ নভেম্বর ২০২০ পশ্চিম বর্ধমান: অন্ডাল বিমাননগরী তৈরি করার উদ্দেশ্যে বার বছর আগে স্থানীয় কৃষকদের জমি অধিগ্রহণ করা হয়েছিল এবং অধিগ্রহণের সময় বলা হয়েছিল জমিহারাদের ক্ষতিপূরন দেওয়া হবে কিন্তু কতৃর্পক্ষ থেকে কোন ক্ষতিপূরণ না দেওয়াতে অন্ডাল জমিহারাদের কমিটি ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ দেখাতে শুরু করেন ।

অবশেষে স্থানীয় বিডিও ঋতিক হাজরা, মহকুমাশাসক এবং জেলাশাসকের মধ্যস্থতায় মীমাংসা হয় এক বিঘা জমি মালিকদের বিমানবন্দর নগরে এক কাঠা জমিএবং এক বিঘার নীচে জমির মালিকদের নগদ ২৫ হাজার টাকা ও ২০০০ টাকা প্রতি শতকের হিসাবে দেবার সিদ্ধান্ত হয়। অন্ডাল বিমান নগরী কৃষক ও যুব সংঘটনের বক্তব্য অন্ডালের বিডিও ঋতিক হাজরা নিজ উদ্দোগে মধ্যস্থতা করে সম্প্রতি দূর্গাপুরের সৃজনি হলে জমিহারাদের ক্ষতিপূরন ও জমি দেবার সিদ্ধান্ত জানিয়েছিলেন কিন্তু হঠাৎ চক্রান্ত করে বিডিওকে বদলি করা হয়।
আরও পড়ুন… পরিদর্শনের আগে তড়িঘড়ি রাস্তা সারাই বেহালায়
জমিহারা কমিটির দাবি জমির রেজিষ্ট্রেশন ও ক্ষতিপূরনের টাকা না পাওয়া পর্যন্ত বিডিওকে বদলি করা যাবে না কারণ হিসাবে তাদের বক্তব্য নতুন বিডিও আসলে তাদের সবকাজ পিছিয়ে যাবে ও তারপরের নির্বাচন এসে যাবে। অন্যদিকে বিডিও ঋতিক হাজরা জানান জমিহারাদের দীর্ঘদিনের দাবি নিজের উদ্দোগে সমাধান করার ফলে ভালোবেসে ফেলেছিল কিন্তু সরকারি নির্দেশে তাকে চলে যেতে হবে তবে নতুন বিডিও কে তিনি সব বুঝিয়ে যাবেন। মহকুমাশাসক এবং জেলাশাসকের সাথে যৌথভাবে তিনি সমস্যার সমাধান করেছিলেন তিনি চলে গেলেও জেলাশাসক এবং মহকুমাশাসক তাদের ক্ষতিপূরণ মিটিয়ে দেবেন।



















