বিশ্বের এই ১৬টি দেশে ভ্রমনের জন্য ভারতীয়দের কোনো ভিসা লাগবে না

বিশ্বের এই ১৬টি দেশে ভ্রমনের জন্য ভারতীয়দের কোনো ভিসা লাগবে না

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিউজ ডেস্ক, ৯ নভেম্বর, ২০২০: শুধু মাত্র পাসপোর্ট থাকলেই হবে। ভিসা ছাড়াই বিশ্বের ১৬ টি দেশে ভ্রমন করতে পারবেন ভারতীয়রা। ভারতীয়দের ‘ভিসা অন অ্যারাইভাল’ দেয় বিশ্বের ৪৩টি দেশ ৷ এবং ৩৬টি দেশে ভারতীয়দের জন্য ই-ভিসার সুবিধা রয়েছে ৷ এমনটাই সম্প্রতি জানিয়েছেন, কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রী ভি মুরলীধরণ ৷ভারতীয় পাসপোর্ট বিশ্বের অনেক দেশগুলির তুলনায় হয়তো ততোটা শক্তিশালী নয় ৷ কিন্তু ভারতীয় পাসপোর্ট হোল্ডারদের জন্য কোনও ভিসা লাগে না এমনও ১৬টি দেশ রয়েছে বিশ্বে ৷একনজরে জেনে নিন কোন কোন দেশে ভিসার প্রয়োজন হয় না ভারতীয়দের –

১। মরিশিয়াস– আফ্রিকা মহাদেশের অন্তর্গত এই সুন্দর দ্বীপে ভারতীয়দের জন্য এখনও ভিসা ফ্রি এন্ট্রির সুবিধা রয়েছে ৷
২। সেনেগাল– পশ্চিম আফ্রিকার এই দেশে যেতে ভারতীয়দের লাগে না কোনও ভিসা ৷ আটলান্টিক মহাসাগরের তীরে অবস্থিত সেনেগালের রাজধানী-সহ আরও বিভিন্ন শহরগুলি ট্যুরিস্টদের খুবই পছন্দের জায়গা ৷
৩। নেপাল– নেপাল ভারতের প্রতিবেশি দেশ। এখনে ভ্রমন করতে গেলে ভিসার প্রয়োজন হয় না।
৪। ভূটান– অত্যন্ত সুন্দর, পরিস্কার একটি দেশ ভূটান। এখনে ভ্রমন করতে গেলে ভিসার প্রয়োজন হয় না।
৫। সামোয়া– ছবির মতো সুন্দর দ্বীপরাষ্ট্র সামোয়া ৷ এখানে ভারতীয়দের যেতে লাগবে না কোনও ভিসা ৷ ছোট্ট এই দ্বীপে জনসংখ্যা অত্যন্ত কম ৷ ওশিয়ানিয়ার অন্তর্গত এই দ্বীপরাষ্ট্রে তাই ঘুরে আসার কথা ভাবতেই পারেন ৷
৬। গ্রেনাডা– ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের অত্যন্ত সুন্দর এই দেশ পর্যটকদের কাছে বরাবরের আকর্ষণ ৷
৭। ডমিনিকা– ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের আরও একটি দুর্দান্ত দ্বীপরাষ্ট্র ৷

৮। সার্বিয়া– ইউরোপের একমাত্র দেশ ৷ যেখানে ভারতীয়দের ঢুকতে কোনও ভিসা লাগে না ৷ পূর্ব ইউরোপের এই দেশে রাজধানী বেলগ্রেড ছাড়াও আরও অনেক সুন্দর শহর এবং গ্রাম রয়েছে বেড়ানোর জন্য ৷
৯। বার্বেডোজ– এখানে ভারতীয়দের যেতে লাগবে না কোনও ভিসা ৷
১০। ত্রিনিদাদ ও টোব্যাগো – এখনে ভ্রমন করতে গেলে ভিসার প্রয়োজন হয় না।
১১। হাইতি – এখানে ভারতীয়দের যেতে লাগবে না কোনও ভিসা ৷ 
১২। সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডিনস– এখনে ভ্রমন করতে গেলে ভিসার প্রয়োজন হয় না।
১৩। হং কং– ভারতীয়দের কাছে সিঙ্গাপুর বা দুবাইয়ের মতোই বেড়ানোর জন্য বরাবরের অত্যন্ত পছন্দের দেশ হল হং কং ৷
১৪। মলদ্বীপ– হানিমুন কাপলদের জন্য পারফেক্ট ডেস্টিনেশন ৷ পরিবার নিয়ে ঘুরে আসার জন্যও অত্যন্ত সুন্দর দ্বীপরাষ্ট্র ৷
১৫। নিউ আইল্যান্ড – দক্ষিণ প্রশান্ত মহাসাগরের অত্যন্ত ছোট এই দ্বীপরাষ্ট্র ৷ নিউজিলান্ডের থেকে খুব বেশি দূরে নয় এই দ্বীপ ৷ বিশ্বের অসাধারণ প্রবাল দ্বীপগুলির মধ্যে এটি অন্যতম ৷
১৬। মন্টসেরাট– ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের অন্তর্গত আরও একটি দেশ ৷ মন্টসেরাট যদিও এখনও স্বাধীন দেশ নয় ৷ এটি ব্রিটিশ ওভারসিস টেরিটরির মধ্যে পড়ে ৷ এই দ্বীপের ব্ল্যাক-স্যান্ড (কালচে বালি) বিচ, কোরাল রিফ ও ক্লিফগুলি পর্যটকদের কাছে অন্যতম প্রধান আকর্ষণ ৷

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top