নিজস্ব সংবাদদাতা ১০ নভেম্বর ২০২০ মুর্শিদাবাদ: আজ বিহারের ভোট গণনা। বিহারের ভোটগণনার শুরুর দিকে ইউপিএ জোট থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পাল্লা ভারী হতে থাকে বিজেপি-জেডিইউ জোটের ।

গননা অনুযায়ী এগিয়ে আছে জে ডি ইউ জোট । সেই ব্যাপারে সাংবাদিক বৈঠক করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী তিনি বলেন 2014 সালে নরেন্দ্র মোদী সম্পর্কে কেউ কিছু বলতো না কেন্দ্রে ক্ষমতায় আসার পর থেকে সমালোচনা শুরু হয়েছে এই দলটি সম্বন্ধে। তেজস্বী যাদব সম্পর্কে বলেন 31 বছরের যুবক লড়াই করেছে জোট মাধ্যমে সঙ্গে পেয়েছে কংগ্রেস ও বাম দলগুলো সকল ধর্মনিরপেক্ষ একসঙ্গে জোট করলে বিজেপির পতন নিশ্চিত বলে মনে করা যায়। বিজেপি সরকার এখন নিতিশ কুমার কে কেন্দ্রীয় মন্ত্রীত্ব দিতে চাইছেন । তেজস্বী যাদবের প্রশংসায় পঞ্চমুখ অধীর রঞ্জন চৌধুরী । 31 বছর বয়সের ছেলের নেতৃত্বে ভোটে প্রধানমন্ত্রীকে প্রচারে দশ-বারোবার আসতে হয়েছে। মুসলমানদের ভোট কাটার জন্য বিজেপি ব্যবহার করছে আসাউদ্দিন অবিসি কে কোটি কোটি টাকা দিয়ে ধর্মনিরপেক্ষ দলগুলোকে দুর্বল করার চেষ্টা করছে এই রকম রাজনৈতিক কৌশল নিয়ে ছিল বলেই বিজেপি হয়তো দিকে যাচ্ছে তবে নৈতিক দিক দিয়ে তাদের পরাজয় হয়েছে।



















