নিজস্ব সংবাদদাতা ১০ নভেম্বর ২০২০:
পুলিশের কাছে খবর ছিল কিছু মানুষ বেআইনিভাবে বাজি বিক্রি করছিল দীর্ঘদিন ধরে। সুত্র মারফত খবর পেয়ে তদন্তে নেমে তিনজন বাজি বিক্রেতাকে আটক করে পুলিশ।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ পুলিশ কোনও কিছু না বলেই গাড়িতে তুলে নিয়ে যায় বাজি বিক্রেতাদের এবং বাঁধা দিতে গেলে মহিলাদের উপর মারধর করতে তৎপর হয়। বাজি বিক্রেতাদের আটকের জেরে আজ কাঁচরাপাড়ার বাগমোড়ে কল্যাণী ব্যারাকপুর রোডে রাস্তা আটকে দীর্ঘক্ষন বিক্ষোভ দেখায় বাজি বিক্রেতারা । দীর্ঘক্ষন রাস্তা আটকে বাঁশ দিয়ে বিক্ষোভ দেখায় তাঁরা। অবশেষে খবর পেয়ে ছুটে আসে বীজপুর থানার বিশাল পুলিশবাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে লাঠি দিয়ে ভয় দেখিয়ে ছত্রভঙ্গ করে পুলিশ। কোর্টের নির্দেশ কে মান্যতা দিতে পুলিশ এই অভিযান চালিয়েছে।



















