নিজস্ব সংবাদদাতা ১০ নভেম্বর ২০২০ হুগলি: আজ চুঁচুড়া আদালতে নিয়ে আসা হয়েছে বিশাল দাস ও তার দুই সঙ্গী রথিন সিং, বিপ্লব বিশ্বাসকে।দক্ষিণ ২৪ পরগনার জীবনতলা থানা এলাকায় গত ৩ রা নভেম্বর তিন তৃনমূল কর্মীকে গুলি করে পালাতে গিয়ে গ্রেফতার হয় বিশাল ও তার সঙ্গীরা।

চুঁচুড়া কামারপাড়ার যুবক বিষ্ণু মাল খুনের অভিযুক্ত বিশাল গত ১০ অক্টোবর বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে খুন করে দেহ টুকরো করে বিভিন্ন জায়গায় ফেলে দেয় ।শেওড়াফুলি থেকে ধর বৈদ্যবাটি থেকে হাত পা উদ্ধার হলেও এখনও পর্যন্ত মাথা উদ্ধার হয়নি।বিশালকে নিজেদের হেফাজতে নিয়ে সেই মাথা উদ্ধার করতে চাইছে পুলিশ।বিষ্ণু ছাড়াও আরও তিনটি খুন ও একাধিক তোলাবাজির অভিযোগ রয়েছে বিশালের বিরুদ্ধে।আজ বারুইপুর জেল থেকে চুঁচুড়ায় নিয়ে আসা হয় এই তিন দুষ্কৃতিকে।আদালত ১৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয়। বিষ্ণুর খুনিদের দৃষ্টান্ত মূলক শাস্তীর দাবীতে কামারপাড়ার বাসিন্দারা বিশালের ছবি পুড়িয়ে বিক্ষোভ দেখায়।



















