নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুর, ১১ নভেম্বর, ২০২০:মুসলিম জায়গিরদারদের দান করা জমির ফসল ফলিয়ে রায়গঞ্জের কাঞ্চনেশ্বরী কালীর পুজো করছেন এলাকার হিন্দুরা, এমনই সম্প্রীতির কালীপুজোর দেখা মিলবে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ব্লকের ভাটোল গ্রামে।
জাগ্রত বলে খ্যাত এই কাঞ্চনেশ্বরী কালী মন্দিরের পুজোকে ঘিরে শুধু উত্তর দিনাজপুর জেলাই নয়, উত্তরবঙ্গ ও কলকাতা থেকেও পূন্যার্থীরা দীপাবলির রাতে ভীড় জমান। প্রায় তিনশো বছরের পুরোনো এই কালীপুজো সম্প্রীতির পুজো বলে পরিগনিত হয়ে আসছে। দীপাবলীর রাতে বহু মুসলিম ধর্মাবলম্বী মানুষও ভোগের ডালা দেন এই মন্দিরে।
একসময় ডাকাত কালী বলে পরিচিতা এই কাঞ্চনেশ্বরী কালী মন্দির নিয়ে অনেক গল্প গাঁথা রয়েছে। অবিভক্ত ভারতবর্ষের রায়গঞ্জের এই ভাটোল অঞ্চলে মুসলিম জায়গিরদাররা জমিদারি চালাতেন। কথিত আছে সেই সময়কার এক মুসলিম জমিদারের কলকাতার একজন হিন্দু দারোয়ান ছিল। সেই দারোয়ান একবার ছুটি চেয়ে কলকাতায় নিজের বাড়িতে যেতে চেয়েছিল। জমিদারের সাথে বাকবিতন্ডায় জমিদার সেই দারোয়ানকে গুলি করে হত্যা করে। অবিভক্ত ভারতবর্ষের দিনাজপুর টাউনে তার বিরুদ্ধে মামলা হয়। বিচারের শেষ দিনে চারটে গরুরগাড়ি করে সেই জমিদার যখন দিনাজপুর টাউনের আদালতে হাজির হতে যাচ্ছিলেন সেইসময় পথে কাঞ্চন নদীর ধারে এক বটগাছের নীচে থাকা দেবী কালীর বেদী থেকে ভ্রমররূপে মাকালী এসে দৈববানী করেন যে দিনাজপুর টাউন আদালতে আজ গেলে তার ফাঁসির সাজা হবে। তাকে সেখানে যেতে বারণ করেন৷ এবং বলেন এখান থেকে তাঁর বেদী তুলে নিয়ে গিয়ে ভাটোল গ্রামে মন্দির তৈরি করে পুজো শুরু করতে। সেই জমিদার তখন বেদী তুলে নিয়ে এসে ভাটোল গ্রামের হিন্দুধর্মের মানুষদের হাতে তুলে দিয়ে সেখানে মন্দীর প্রতিষ্ঠা করেন। সেই থেকে এই কালী মন্দিরের নাম হয় কাঞ্চনেশ্বরী কালী মন্দির। সেই মুসলিম জমিদার মায়ের মন্দির ও মন্দিরের পুজোর খরচের জন্য ১৫-২০ বিঘা জমি দান করে দেন। সেই থেকে ওই জমির ফসল ফলিয়ে দেবী কাঞ্চনেশ্বরী কালীমাতার পুজো করে আসছেন ভাটোল গ্রামের হিন্দু বাসিন্দারা।
আরও পড়ুন…শতাব্দী প্রাচীন হাওড়ার শিবপুরের হাজারহাত কালী পুজোর আরাধনা
আজও এলাকার মুসলিম সম্প্রদায়ের মানুষেরা কাঞ্চনেশ্বরী কালীমন্দিরে দীপাবলির রাতে ভোগের ডালা দিয়ে পুজো দেন। এই পুজোয় বলির চলও রয়েছে। কাঞ্চনেশ্বরী কালী মন্দিরের পুজোকে ঘিরে প্রতিবছর দীপাবলির দিনে বিশাল মেলাও বসে। কিন্তু এবার করোনা আবহের কারনে মেলা বন্ধ রাখা হয়েছে। তবে সব নিয়ম মেনে এবারেও দীপাবলির রাতে সম্প্রীতির কালী পুজো হবে ভাটোলের কাঞ্চনেশ্বরী মন্দিরে।