নিউজ ডেস্ক, ১২ নভেম্বর, ২০২০:শেষপর্যন্ত জামিন পেলেন রিপাবলিক টিভির অ্যাঙ্কার অর্ণব গোস্বামী। আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার মামলায় গ্রেফতার করা হয়ছিল তাঁকে।
জানা গিয়েছে, বুধবার সুপ্রিম কোর্টে মামলাটি উঠেছিল বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে। সেই সময়ই বেঞ্চের তরফে জানিয়ে দেওয়া হয় অর্ণব ও অন্য দুই অভিযুক্তকে অবিলম্বে ৫০,০০০ টাকা বন্ডে জামিন দিতে হবে। ওই নির্দেশ অবিলম্বে কার্যকর করার জন্য মুম্বইয়ের পুলিস কমিশনারকে নির্দেশ দিয়েছে আদালত। উল্লেখ্য, ২০১৮ সালে এক ইন্টিরিয়র ডিজাইনারকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে অর্ণব গোস্বামীকে গ্রেফতার করা হয়েছিল।