নিউজ ডেস্ক, ১৩ নভেম্বর, ২০২০: মাস্ক, চশমায় মুখ ঢেকে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোর অফিসে ঢুকলেন অভিনেতা অর্জুন রামপাল। গত বুধবার মাদক মামলায় অভিনেতাকে সমন পাঠানো হয়েছিল। এরপর আজ সকালে হাজির হন তিনি।
সুশান্ত সিং রাজপুতের মৃত্যু তদন্তে নেমে বলিউডে মাদর কারবার ফাঁস হয়। মাদক মামলায় অর্জুন রামপালকে জেরা করা হবে বলে জানা গিয়েছে। গত সোমবার তল্লাশি চালানো হয়ছিল অর্জুনের বাড়িতে। তারপরই তাঁর বান্ধবী গ্যাব্রিয়েলা দেমেত্রিয়েদেসকে বুধবার ও বৃহস্পতিবার ৬ ঘণ্টার ধরে জেরা করা হয়।গ্যাব্রিয়েলার ভাই অ্যাজিসিয়ালোস দেমেত্রিয়েদেস এর আগে দুবার মাদক মামলায় গ্রেফতার হয়েছিলেন। সোমবার প্রযোজক ফিরোজ নাদিয়াদওয়ালাকে ডেকে পাঠিয়েছিল এনসিবি। তার আগের দিন তলব করা হয়েছিল তাঁর স্ত্রী শাবানা সিদকে।
আরও পড়ুন…তিন যুবকে পিটিয়ে খুনের অভিযোগ, উত্তপ্ত জামুরিয়া
তাঁর মুম্বইয়ের জুহুর বাড়ি থেকে ১০ গ্রাম হেরোইনও বাজেয়াপ্ত হয়েছে। বৃহস্পতিবার শাবান জামিন পেয়েছেন।মাদক মামলায় এর আগে একেরপর এক অভিনেতা অভিনেত্রীকে জেরা করছে এনসিবি ।