নিজস্ব সংবাদদাতা ১৬ নভেম্বর ২০২০ মুর্শিদাবাদ বহরমপুর: আজ বহরমপুরে রেনুকা মারদি বাড়িতে ভাইফোঁটা নিতে এলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী শত ব্যস্ততার মধ্যেও।
যে দিদি তার ছেলের শবদেহ রেখে লোকসভা ভোটে নিজের দাদা অর্থাৎ অধীর চৌধুরীকে পুনরায় সংসদ পদে জয় লাভ করাতে ভোট দিতে যেতে ভোলেননি তিনি। অধীর বাবু তার এই আন্তরিকতা কখনো ভুলতে পারবেন না তাই আজ ভাইফোঁটার দিন এ তার বাড়িতে এলেন ভাইফোঁটা নিতে। তবে দিদি বরাবরই তাকে দাদা বলে সম্বোধন করেন তবে 2017 সালে তার নিজের দাদা মারা যান তার পর থেকেই সিদ্ধান্ত নেন অধীর চৌধুরী কে তিনি নিজের দাদা হিসাবে মনে করেন অধীর বাবুর হাতে তুলে দিলেন উপহারস্বরূপ ব্লেজার এবং দিদিকেও উপহার তুলে দিলেন।
আরও পড়ুন…পাচারের আগেই উদ্ধার ময়না পাখি
রেনুকা মারদির মনের ইচ্ছা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী দেখতে চান অধীর রঞ্জন চৌধুরী কে।