পেটের জ্বালায় ব‍্যবসা পুনরায় চালুর দাবিতে স্টেশনে বিক্ষোভ হকারদের

পেটের জ্বালায় ব‍্যবসা পুনরায় চালুর দাবিতে স্টেশনে বিক্ষোভ হকারদের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা ১৯ নভেম্বর ২০২০ উত্তর ২৪পরগণা: করোনা পরবর্তীকালে প্রায় আট মাস পরে স্বাভাবিক হয়েছে লোকাল ট্রেন চলাচল। স্বাস্থ্যবিধি মেনে, সামাজিক দূরত্ব বজায় রেখে ট্রেনে চলাফেরা করতে পারবেন যাত্রীরা‌।

 

পাশাপাশি সোশ্যাল ডিসটেন্স রক্ষা করার জন্য ট্রেনে হকারদের ব্যবসার উপরে নিষেধাজ্ঞা জারি করেছে রেল কর্তৃপক্ষ। এমনকি প্লাটফর্মে হকাররা তাদের দোকানে ব্যবসা করতে পারবেন না। যার জেরে বেজায় সমস্যায় পড়েছেন কয়েক হাজার হকার। শিয়ালদহ-হাসনাবাদ শাখার অন্যতম ব্যস্ততম স্টেশন বসিরহাট। আর সেই স্টেশনেই বৃহস্পতিবার সকাল থেকেই হকারদের রুজি রোজগার পুনরায় চালুর দাবিতে বিক্ষোভ প্রদর্শন করলো তৃণমূল কংগ্রেসের ট্রেড ইউনিয়ন আইএনটিটিইউসি। হকারদের উচ্ছেদ করার জন্য ও সোশ্যাল ডিসটেন্স লোকাল ট্রেনের মধ্যে রক্ষা করার জন্য রেল কর্তৃপক্ষ দায়িত্ব সোপেছে আরপিএফের উপর। তাই তাদের বসিরহাট স্টেশনের দপ্তরের সামনে হাতে প্ল্যাকার্ড নিয়ে উত্তর ২৪ পরগণা জেলার আইএনটিটিইউসি এর কোর কমিটির সদস্য কৌশিক দত্তের নেতৃত্বে কয়েকশো হকার যারা লোকাল ট্রেনে ও প্ল্যাটফর্মে চা, মশলা মুড়ি, ছোলা-বাদাম সহ একাধিক ক্ষুদ্র জিনিসপত্র বেচাকেনা করে নিজেদের সংসার চালায় তারা এদিন বিক্ষোভ প্রদর্শন করে।

আরও পড়ুন…জলাশয়ের মধ্যে থেকে উদ্ধার যুবকের পচা গলা দেহ

তাদের দাবি অবিলম্বে ট্রেনে হকারদের উঠতে দিতে হবে ও ব্যবসা করতে দিতে হবে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top