নিজস্ব সংবাদদাতা ১৯ নভেম্বর ২০২০ বীরভূম: বীরভূমের সিউড়ির ইরিগেশন কলোনিতে একটি বেসরকারি সংস্থার তত্ত্বাবধানে কাজ করতো সিকিউরিটি গার্ড জয়দেব মাল। তার পরিবারের অভিযোগ গত দুমাস ধরে কোন বেতন পায়নি সে।
এমনকি পুজোর বোনাস ও পায়নি। স্বাভাবিকভাবেই আর্থিক অনটনের মধ্যে ছিল তার পরিবারের লোকজন। আর এই কারনেই পরিবারের মধ্যে অশান্তি লেগে থাকত দিনরাত্রি। মাঝেমধ্যেই ঝগড়া হতো তাদের পরিবারে। পাশাপাশি সে নেশা করার অভ্যাস ছিল প্রত্যেকদিন । এদিন সকালে তার নিজের বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয়। প্রথমে দেহ দেখতে পায় পরিবারের লোকজন পরে গিয়ে দেহ উদ্ধার করে নিয়ে আসে এবং ময়নাতদন্তের জন্য পাঠায় সিউড়ি সদর হাসপাতালে। পরিবারের লোকজনের অভিযোগ দু’মাস ধরে বেতন না পাওয়ায় আর্থিক অনটনের জেরে আত্মঘাতী হয়েছে সে।
আরও পড়ুন…সম্পত্তি নিয়ে বিবাদের জেরে খুন গ্রেফতার মা ও দাদা
তার মৃতদেহ দেখতে হাসপাতাল চত্বরে উপস্থিত হয়েছে তার সাথে কর্মরত অন্যান্য সিকিউরিটি গার্ডের কর্মীরা।