নিজস্ব সংবাদদাতা,কোলকাতা, ২৩ নভেম্বর ,২০২০ :সৈয়দ আসাউদ্দিন ওয়েইসির দল মিমের ‘প্রধানমুখ’ যোগ দিলেন তৃণমূলে। মিমের আনায়োর পাশা যোগ দিলেন তৃণমূলে। ‘বিভিন্ন জেলা থেকে মিমের সদস্যরা যোগ দিচ্ছেন তৃণমূলে।
জানালেন তৃণমূল নেতা ব্রাত্য বসু।তৃণমূলে যোগ দিয়ে সাংবাদিক বৈঠকে আনোয়ার পাশা বলেছেন, ‘ সব ধর্মের সহাবস্থান বাংলায়। তাতে বিভাজনের চেষ্টা হচ্ছে। ভোট ভেঙে বিহারে ক্ষমতায় এসেছে গেরুয়া শক্তি ।
বিহারে
বিহারে যা হয়েছে বাংলায় তা হতে দেওয়া যাবে না। গেরুয়া শক্তিকে রুখতে মমতার হাত শক্ত করুন।’