নিজস্ব সংবাদদাতা,বীরভূম , ২৫ নভেম্বর,২০২০: মোটরসাইকেলে ধাক্কা লাগায় তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতির ভাইকে বাড়ি থেকে তুলে নিয়ে এসে বেধড়ক পেটানোর অভিযোগ উঠলো তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরের বিরুদ্ধে । ঘটনাটি ঘটেছে বীরভূমের নলহাটিতে । ঘটনায় গুরুতর জখম অবস্থায় রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধিন কাউন্সিলরের ভাই বাম মহলদার । অভিযুক্ত কাউন্সিলরের নাম একরামুল হক ওরফে তোতা । তিনি বীরভূমের নলহাটি পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর ।

বিষয়টি জানিয়ে নলহাটি থানায় অভিযোগ জানাতে গেলে উল্টে আহত অভিযোগকারীকেই বিনাচিকিৎসায় পুলিশ লকআপে আটকে রাখার অভিযোগ ওঠে । পরে বীরভূম জেলা পুলিশ সুপারের হস্তক্ষেপে লকআপ থেকে ছাড়া পান আহত যুবক । তাকে তার পরিবারের লোকজন রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এসে ভর্তি করে । পরিবারের অভিযোগ, অভিযুক্ত কাউন্সিলার একরামুল হক প্রতিনিয়ত মহিলাদের মারধর ও শ্লীলতাহানি করার হুমকি দিচ্ছে । নলহাটি থানায় অভিযোগ জানাতে গেলে পুলিশ অভিযোগ নিতে অস্বীকার করেছে ।