নিজস্ব সংবাদদাতা ২৭ নভেম্বর ২০২০: গত বৃহস্পতিবার একটি পথ দুর্ঘটনার শিকার হয় এক কিশোরী। হাসপাতালে স্থানীয়রা স্থানীয়রা নিয়ে এলেও কোনও লাভ হয়নি।
চিকিৎসকেরা কিশোরীকে মৃত বলে ঘোষণা করে কিন্তু, আদতে সেই কিশোরী মারা গিয়েছিল কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে স্থানীয় প্রত্যক্ষদর্শীরা। উত্তরপ্রদেশের সাম্বাল জেলার সরকারি হাসপাতালের ভিতরে একটি কিশোরীর মৃতদেহ ছিঁড়ে খাচ্ছে কুকুর। সাদা চাদরে ঢাকা মৃতদেহ আর তাঁর দু’টি পায়ের উপর ভর দিয়ে দাঁড়িয়ে সেই স্ট্রেচারে মরদেহ খুবলে যাচ্ছে একটি কুকুর। ২০ সেকেন্ডের ওই ভিডিও বিরাট আকারে ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। যে ভিডিও দেখে ক্ষোভে ফুঁসছে অনেকেই । খবর পেয়ে হাসপাতালে কিশোরীর পরিবার পৌঁছালে এমন দৃশ্যই দেখে তাঁরা।
আরও পড়ুন…খোকা আর খোকা নয় দম্পতি
স্থানীয় থানায় হাসাপাতালের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে তাঁরা। তবে রাস্তার কুকুরের এই উপদ্রবের কথা স্বীকার করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ।