নিজস্ব সংবাদদাতা ২৭ নভেম্বর ২০২০ দার্জিলিং:জলদাপাড়া ও গরুমারার ন্যায় এবার নয়া সাফারি চালু হল শিলিগুড়ির অদূরে সুকনায় মহানন্দা অভয়ারণ্যে। সাফারিতে দেখা মিলবে নানা বন্যপ্রাণী ও পাখির।

আপাতত ১ ঘণ্টার সাফারিতে বন্যপ্রাণী, বন ও পাহাড়ের সৌন্দর্য দেখার সুযোগ করে দিল বনদপ্তর। শুক্রবার নতুন এই সাফারির উদ্বোধন করা হয়। উপস্থিত ছিলেন রাজ্যের প্রধান মুখ্য বনপাল(বন্যপ্রাণ) বিনোদকুমার যাদব, উত্তরবঙ্গের মুখ্য বনপাল(বন্যপ্রাণ) রাজেন্দ্র জাখর, পদ্মজা নাইডু চিড়িয়াখানার ডিরেক্টর ধরমদেও রাই ও অন্যান্য বনাধিকারিকেরা।সুকনায় বনদপ্তরের অফিস কিংবা অনলাইনে এই সাফারির টিকিট কাটা যাবে। মাথাপিছু টিকিটের দাম রাখা হয়েছে ৩০০ টাকা।প্রায় ১ ঘণ্টার এই সাফারিতে ওয়াচ টাওয়ার থেকে জঙ্গল দেখার পাশাপাশি হরিণ, বাইসন, নানা ধরনের পাখি ও চিতাবাঘ দেখারও সুযোগ মিলবে। । এদিন অভয়ারণ্যের ভিতরে মনোদিয়া ওয়াচ টাওয়ারের সামনে থেকে বেশকিছু পাখি ও বনমুরগী জঙ্গলে ছাড়া হয়।