নিউজ ডেস্ক, ২৯ নভেম্বর,২০২০: এক ঝাঁক সোনালি কিছু ভেসে আসছে সমুদ্র থেকে। তা আদৌ সোনা কিনা তাও জানা যায় নি। কিন্তু তাও সেই সোনালী বস্তুকেও কুড়োতে সমুদ্র তীরে ভিড় জমিয়েছেন স্থানীয়রা। ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের পূর্ব গোদাবরীর তীরে।

স্থানীয়দের মত, পূর্বেও এরকম ঘটনা ঘটেছে। তাই নিভার যাওয়ার পর, জলের স্তর কমলে মূল্যবান ধাতুর খোঁজে সোনা মিলেছে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, পূর্ব গোদাবরীর ইউ কোঠাপল্লী মণ্ডলের বেশ কয়েকটি মৎস্যজীবী পরিবার সোনার টুকরো পেয়েছেন।
স্থানীয় প্রশাসন থেকে জানান হয়েছে, ওই ধাতু আদতে সোনা কিনা তা এখনো জানা যায় নি। যদিও এখন সমুদ্র তীর প্রশাসনের পর্যবেক্ষণ এ রাখা হয়েছে।