নিজস্ব সংবাদদাতা ৩০ নভেম্বর ২০২০কোলকাতা: বরানগর পৌরসভার অন্তর্গত ১৬ নম্বর ওয়ার্ডের এক নম্বর টি এন চ্যাটার্জি স্ট্রিট লালবাড়ি বহুতল আবাসন থেকে গতকাল রাতে ডাক্তার এক দম্পতির পচা গলা মৃতদেহ উদ্ধার করল বরানগর থানার পুলিশ।ঘটনাটি ঘটেছে বরানগর থানার অন্তর্গত এক নম্বর টি এন চ্যাটার্জি স্ট্রিট লালবাড়ি বহুতল আবাসনের দোতালায়।
ডাক্তার এ কে চৌধুরী এবং তার স্ত্রী ডাক্তার এস চৌধুরী স্বামী এবং স্ত্রী তারা দুজনেই পেশায় ডাক্তার ছিলেন । এ কে চৌধুরীর বয়স ৮০ থেকে ৮৫ বছরের মধ্যে এবং ওনার স্ত্রীর বয়স ৮০এর কাছাকাছি। ওনাদের এক মেয়ে। মেয়ের বিয়ে হয়ে যায় কিন্তু মেয়ের ডিভোর্স হওয়ার কারনে মা,বাবার কাছেই সে থাকত। দেবী ভৌমিক বয়স ৪৮এর কাছাকাছি এবং তার একমাত্র মেয়ে ।এই চারজনই থাকতেন এই আবাসনে প্রায় কুড়ি বছর ধরে। এই আবাসনে বাস করা এই ডাক্তার দম্পতি দুজনের মধ্যে এ মাসের তেইশ তারিখে প্রথমে ডাক্তার মারা যায় প্রাথমিক অনুমান পরে ডাক্তারের স্ত্রী মারা যান। এখন সবটাই ময়নাতদন্তের উপরে নির্ভর করছে। গতকাল রাত্রি ৯ টা নাগাদ বরানগর থানার পুলিশ ফ্লাটের থেকে ডাক্তার দম্পতির পচা গলা মৃতদেহ উদ্ধার করে। আবাসনের মানুষের অনুমান মেয়ে এবং নাতনি মানসিক ভারসাম্য হারানোয় তারা ২৩ তারিখ থেকে আজ অব্দি মৃত ডাক্তার দম্পতি কে নিয়ে একই ঘরে দীর্ঘদিন ধরে বাস করে আসছে কিন্তু ফ্লাটের অন্য প্রতিবেশী আবাসনের মানুষরাও কোনও কিছুই বুঝতে পারেননি। পুলিশ মৃতদেহ বের করায় আবাসনের লোকেরা পুরো ঘটনা জানতে পারে। বরানগর থানার পুলিশ মৃতদেহ দুটি ময়না তদন্তের জন্য সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
আরও পড়ুন…বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বিয়ে না করায় অনশনে বসলেন যুবতী
তদন্তে নেমেছে বরানগর থানার পুলিশ। বরানগর থানার পুলিশ মেয়ে দেবী ভৌমিক এবং নাতনিকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে।