দলনেত্রীকে বহিরাগত নিশানা,সস্তা রাজনীতির পরিচয় মন্তব্যে তৃণমূলের কো-অর্ডিনেটর রাজীব বন্দ্যোপাধ্যায়

দলনেত্রীকে বহিরাগত নিশানা,সস্তা রাজনীতির পরিচয় মন্তব্যে তৃণমূলের কো-অর্ডিনেটর রাজীব বন্দ্যোপাধ্যায়

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা ১ ডিসেম্বর ২০২০হাওড়া: বালি বিধানসভা এলাকার একাধিক জায়গায় বহিরাগতের পরিবর্তে বালির মানুষকে প্রার্থী করার দাবি জানিয়ে তৃণমূলের একাধিক পোস্টার নজরে আসে মঙ্গলবার সকালে। এই পোস্টার ব্যানার টাঙ্গানোকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

বাদামতলাসহ একাধিক জায়গায় লাগানো এই পোস্টার ব্যানারে বালির তৃণমূল কর্মীদের একাংশের দাবি, আসন্ন বিধানসভা নির্বাচনে বালিতে কোন বহিরাগত নয়, তার বদলে বালির মানুষকে দলের প্রার্থী হিসেবে চাই। এই দাবি সরাসরি জানানো হয়েছে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। কিছুদিন আগেই হাওড়া পৌরনিগমের প্রাক্তন কাউন্সিলর তফজিল আহমেদ বালির বিধায়িকার প্রতি নিজের ক্ষোভ উগরে দিয়েছিলেন। এরপর আজকের এই ব্যানারে ফের নতুন করে জল্পনা শুরু হয়। যাঁকে উদ্দেশ্য করে এই পোস্টার, তিনি পাল্টা ষড়যন্ত্রের অভিযোগ এনেছেন। বৈশালী বলেন, ”আমার বিরুদ্ধে ইচ্ছাকৃত ভাবে চক্রান্ত করা হচ্ছে। যিনি আনছেন, তিনি দলের কেউ নন। তা ছাড়া আমাকে বহিরাগত বলা হচ্ছে। কিন্তু এই এলাকায় আমার বাড়ি আছে, সম্পত্তি আছে। আমি পুরো ঘটনা দলের শীর্ষ নেতৃত্বকে জানিয়েছি।”এ নিয়ে রাজ্যের বনমন্ত্রী তথা হাওড়া জেলায় তৃণমূলের কো-অর্ডিনেটর রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন, ”কোথায় কাকে প্রার্থী করা হবে, তা দলনেত্রীই ঠিক করবেন। কারও বিরুদ্ধে কোনও অভিযোগ থাকলে তা সরাসরি শীর্ষ নেতৃত্বকেই জানাতে পারেন দলের কর্মীরা। এ ভাবে রাস্তায় পোস্টার লাগিয়ে দলকে ছোট করা হচ্ছে। এই ধরনের আচরণ সস্তা রাজনীতির পরিচয়।”

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top