নিজস্ব সংবাদদাতা ১ ডিসেম্বর ২০২০ সল্টলেক:আপার প্রাইমারি শিক্ষক নিয়োগের দাবীতে সল্টলেকের করুনাময়ী বাস স্ট্যান্ড থেকে বিকাশ ভবন অভিযান কর্মসূচি ছিল পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থীর মঞ্চের পক্ষ থেকে। সেই মত বহু সংখ্যক প্রাইমারি চাকরিপ্রার্থী মঞ্চের সদস্যরা জড়ো হয়েছিল করুণাময়ী বাস স্ট্যান্ডে।

এই অভিযানের কোনো অনুমোদন ছিল না পুলিশের পক্ষ থেকে। করুণাময়ী বাস স্ট্যান্ড চাকরিপ্রার্থী মঞ্চের সদস্যরা জমায়েত করা শুরু করলেই বিধান নগর পুলিশ কমিশনারের পুলিশ গিয়ে তাদের আটক করে।এছাড়া রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে থাকা চাকরি প্রার্থীদের জোর করে তুলে নিয়ে এসে পুলিশ ভ্যানে তোলা হয়, এমনটাই অভিযোগ তুলেছে চাকরি প্রার্থীরা।