নিজস্ব সংবাদদাতা ২ ডিসেম্বর ২০২০ উত্তর ২৪পরগণা: ঘটনাটি ঘটেছে অশোকনগর থানার বিজয় ফার্মেসি মোড় এলাকায়। ওষুধ ব্যবসায়ীদের অভিযোগ তিনি মঙ্গলবার ব্যাংকে গিয়ে জানতে পারেন তার ব্যাংক একাউন্ট থেকে দুই ধাপে মোট ৩০ হাজার টাকা কেটে নেওয়া হয়েছে।

সাথে সাথে ব্যাংক কর্তৃপক্ষের কাছে জানতে চাইলে ব্যাংক কর্তৃপক্ষ জানায় অনলাইন সংস্থা ফ্লিপকার্ট থেকে কেনাকাটা করা হয়েছে। তাই টাকা কাটা হয়েছে এবং সেই মতো ব্যাংক থেকে স্টেটমেন্ট দেওয়া হয়েছে। ব্যবসায়ী সুব্রত বাবু জানান তিনি কোনও দিন কোন অনলাইন সংস্থা থেকে কিছু কেনাকাটা করেন নি তাহলে কিভাবে তার টাকা কাটা গেল।পাশাপাশি মঙ্গলবার বিকেলে ব্যাংকের দেওয়া তথ্য নিয়ে অশোক নগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে অশোকনগর থানার পুলিশ। ব্যবসায়ী হওয়ার সুবাদে ব্যাংক একাউন্টে তার লেনদেন করতে হয় এবং যার ফলে আতঙ্কিত ব্যবসায়ী ও তার পরিবার।