নিজস্ব সংবাদদাতা ২ ডিসেম্বর ২০২০: বলিউডের জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু তদন্তে নেমে ৪ সেপ্টেম্বর রিয়া চক্রবর্তীর ভাই শৌভিক চক্রবর্তী এবং সুশান্তের হাউজ ম্যানেজার স্যামুয়েল মিরান্ডাকে গ্রেফতার করেছিল নারকোটিক কন্ট্রোল ব্যুরোর গোয়েন্দারা।

৭ অক্টোবর আদালত থেকে জামিন পান রিয়া কিন্তু বারে বারে আবেদন জানানো হলেও শৌভিকের জামিন মঞ্জুর করেনি আদালত। বুধবার মুম্বইয়ের বিশেষ আদালতে ফের মামলার শুনানি ছিল। সেখানেই শৌভিকের জামিন মঞ্জুর করেছেন বিচারক।তবে ৭০ পাতার রায়ে বিচারপতি সারাং কোতওয়াল জানিয়েছিলেন, মাদক কারবারিদের সঙ্গে রিয়ার প্রত্যক্ষ যোগ না থাকলেও ভাই শৌভিক সেই চক্রে জড়িত। ফলে সেখানে খারিজ হয়ে যায় আবেদন। এরপর ফের NCB-র বিশেষ আদালতে জামিনের আবেদন জানানো হয়, সেখানেই এ দিন তাঁর জামিন মঞ্জুর হয়েছে।যত দিন যাচ্ছে ততই উঠে আসছে আকের পর এক চাঞ্চল্যকর তথ্য। শেষ পর্যন্ত কি হচ্ছে এখন সেটাই দেখার।