নাইসেডে করোনা টিকা পরীক্ষা উদ্বোধন করলেন রাজ্যপাল

নাইসেডে করোনা টিকা পরীক্ষা উদ্বোধন করলেন রাজ্যপাল

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা ২ ডিসেম্বর ২০২০: তৃতীয় পর্যায়ে কোভিড ভ্যাকসিনের ট্রায়ালের শুভ সূচনা করলেন রাজ্যপাল জগদীপ ধানকড়।বুধবার সাংবাদিকদের মুখোমুখি তিনি জানিয়েছেন, করোনা সরঞ্জাম কেনায় দূর্নীতি করেছে রাজ্য সরকার।

যারা এই কাজের সঙ্গে যুক্ত তাদের কি তদন্ত করা হচ্ছে প্রশ্ন তুলেছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। পাশাপাশি রাজ্যবাসীর জন্য করোনা ভ্যাকসিন নিতে তৈরি আছে রাজ্যেপাল।এ রাজ্যে কেন্দ্রীয় সরকারের প্রকল্প চালু হলে বাংলার বহু মানুষ উপকৃত হবেন। ২ ডিসেম্বর থেকে ট্রায়াল শুরু হয়ে যাবে বলে জানিয়ে দিয়েছিল নাইসেড।পরীক্ষামূলক এই টিকা কলকাতার ১ হাজার স্বেচ্ছাসেবককে দেওয়া হবে। শুধু কলকাতাই নয় সারা দেশে মোট ২৫ হাজার ৮০০ জনকে দেওয়া হবে এই পরীক্ষামূলক টিকা। যা ভারতের সর্ববৃহত্ কো-ভ্যাকসিনের তৃতীয় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়াল।সূত্রের খবর,কলকাতার স্বেচ্ছাসেবকদের প্রাথমিক তালিকা তৈরি করা হয়ে গিয়েছে। যাদের বাড়ি বেলেঘাটা নাইসেড থেকে ১০ কিলমিটারের মধ্যে তাদেরকেই সুযোগ দেওয়া হয়েছে।কারন যাদের পরীক্ষামূলক টিকা দেওয়া হবে তাদেরকে পর্যবেক্ষণে রাখবেন চিকিৎসকরা আজ বেলার দিকে নাইসেডে পৌঁছে যান রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম।

আরও পড়ুন…দীর্ঘ প্রতীক্ষার পর বীরভূমের বিভিন্ন স্টেশনে শুরু হল ট্রেন চলাচল, খুশি যাত্রীরা

টিকা নেওয়ার পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের মন্ত্রী বলেন, ‘আমি একদম সুস্থ আছি।অনেকে ভয় পাচ্ছিলেন। এই তো টিকা নিয়ে ভাল আছি। মানুষের জন্য কাজ করেছি।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top