নিজস্ব সংবাদদাতা ৪ডিসেম্বর ২০২০:
করোনা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর নেতৃত্বে সর্ব দলীয় বৈঠক বসেছিল। বৈঠক হয় ভার্চুয়াল মাধ্যমে।
দেশে করোনা পরিস্থিতিসহ ভ্যাকসিন নিয়েও নানা আলোচনা করা হয়। প্রধানমন্ত্রী বলেন, “আমাদের বিজ্ঞানীরা ভ্যাকসিন তৈরির প্রয়াসে সফল হওয়ার ব্যাপারে অত্যন্ত আত্মবিশ্বাসী। সুলভ ও নিরাপদ ভ্যাকসিন নিয়ে বিশ্ব নজর রাখছে। সেই কারণেই বিশ্ব ভারতের দিকে তাকিয়ে। আমি সব রাজনৈতিক দলের নেতাদের কাছে লিখিতভাবে পরামর্শ পাঠানোর আবেদন করছি। আমি আশ্বাস দিচ্ছি যে এগুলি গুরুত্ব সহকারে বিবেচিত হবে।” এর পাশাপাশি তিনি বলেন অন্যান্য দেশের তুলনায় ভ্যাকসিন বিতরণের পরিকাঠামোর দক্ষতা রয়েছে ভারতের কাছে। এদিকে শুক্রবার প্রধানমন্ত্রীর বৈঠক শুরু হওয়ার আগেই সোশ্যাল মিডিয়ায় মন্তব্য ছুঁড়ে দিলেন রাহুল গান্ধী। তিনি বলেন, “ ”দেশের জনগণের জন্য করোনা টিকা বিনামূল্যে দেওয়া হবে। এই বার্তা দিন প্রধানমন্ত্রী। এটা ছাড়া কোনও কথার মূল্য নেই। কোনও বৈঠকেরও দাম নেই।” যদিও কিছু দিন্ ধরে দেশে এবং ব্রিটেনে ট্রায়াল চলছে শেষ পর্যন্ত করোনা ভ্যাকসিনের পরিস্থিতি এখন কি হয় সেটাই দেখার।
আরও পড়ুন…দলীয় নেতাদের অন্যায়ের প্রতিবাদ করায় আক্রান্ত তৃণমূলের বুথ সভাপতি