নিজস্ব সংবাদদাতা ৫ ডিসেম্বর ২০২০ উত্তর ২৪পরগণা: ভালোবাসা ফিরে পেতে প্রেমিকার বাড়ির সামনে ধর্না প্রেমিকের।অশোকনগর দেবীনগর এলাকার ঘটনা।
প্রেমিক সৌমেন দত্তের বাড়ী অশোকনগর মানিকতলা এলাকায়। তার অভিযোগ সাত বছর ধরে দেবীনগর এলাকার গার্গী দাস এর সাথে ভালোবাসার সম্পর্ক এবং ভালবেসে বছর তিনেক আগে রেজিস্ট্রি বিয়ে সেরেছেন তাঁরা। তবে ইদানিং গার্গীর বাড়ি থেকে এই সম্পর্ক নিয়ে আপত্তি তুলছে বাড়ির লোক এবং গার্গী ও যোগাযোগ করছে না । ইদানিং প্রেমিকার মা ও ভাই তাকে হুমকি দিয়ে আসছিল যার কারণে তিনি থানায় অভিযোগ দায়ের করেছেন । এই নিয়ে আমরা কথা বলেছিলাম প্রেমিকা গার্গী দাসের মায়ের সাথে তিনি জানান সৌমেন বাজে ছেলে তার মেয়েকে ফুসলিয়ে নিয়ে রেজিস্ট্রি করেছিল ।
আরও পড়ুন…তৃনমূলকে উৎখাত করতে মানুষকে জাগাতে দুয়ারে দুয়ারে বিজেপি
মেয়ের সাথে কোন রকম সম্পর্ক নেই সৌমেনের। অপরদিকে সৌমেনের দাবি তার ভালবাসার না ফিরিয়ে দিলে লাগাতার ধর্না চালিয়ে যাবে ।