শুটিং এর মাঝেই করোনা আক্রান্ত নিতু সিং, বরুণ ধাওয়ান এবং অনিল কাপুর

শুটিং এর মাঝেই করোনা আক্রান্ত নিতু সিং, বরুণ ধাওয়ান এবং অনিল কাপুর

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিউজ ডেস্ক ৫ ডিসেম্বর ২০২০: করোনা সংক্রমণে জর্জরিত গোটা দেশ। এককথায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে বহু মানুষই।নভেম্বরে চণ্ডীগড়ে শুটিং হচ্ছিল রাজ মেহতা পরিচালিত যুগ যুগ জিও ছবির।

টানা এক মাস ধরে ছবির শুটিংয়ের রুটিন ছিল কিন্তু বরুণ ধাওয়ান নিতু কাপুর সহ আরো বেশ কয়েকজন করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় আপাতত এই ছবির শুটিং স্থগিত রাখা হয়েছে। সূত্রের খবর তিনি এয়ার অ্যাম্বুলেন্সে করে মুম্বাই ফেরত আসছেন।করোনা রিপোর্ট পজিটিভ আসার পরে রণবীর কাপুর তার মায়ের আসার ব্যবস্থা করেছেন। এছাড়াও এই ছবিতে অভিনয় করছেন অনিল কাপুর।তিনিও করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ধর্মা প্রডাকশনের এই ছবিটিতে বরুণের বিপরীতে অভিনয় করছেন অভিনেত্রী কিয়ারা আডবানি। ছবিটিতে বরুণের মা ও বাবার ভূমিকায় যথাক্রমে অভিনয় করছেন নিতু কাপুর ও অনিল কাপুর।তবে কিয়ারা আডবানির রিপোর্ট নিগেটিভ এসেছে। ২০২১ এ এই সিনেমা মুক্তি পাওয়ার কথা থাকলেও আপাতত সব দিক দিয়ে ভেবে স্থগিত রাখা হয়েছে সিনেমার শুটিং।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top