নিজস্ব সংবাদদাতা ৭ডিসেম্বর ২০২০ উত্তর ২৪পরগণা: মধ্যমগ্রামের পর এবার বারাসাতের ডাক বাংলো মোড়ে দাদার অনুগামীর পোস্টার পড়লো। এবার নতুন রুপে পোস্টার প্রকাশিত হল।পোস্টারে দেখা যাচ্ছে নতুন সূর্য্যদয় ঘটবে,নতুন ভোর আসবেই,আমরা সবাই দাদার অনুগামী।

আমরা সবাই দাদার সাথে আছি এই বার্তাই দিতে কেউ বা কারা এই পোস্টার দিয়ে গেছে। গত কয়েকদিন ধরেই শুভেন্দু পারদ রাজ্য জুড়ে রাজনৈতিক মহলে শীর্ষ জল্পনা। বিভিন্ন জায়গায় এই পোস্টার জল্পনা আরও বাড়িয়ে দিচ্ছে ক্রমশ।বারাসত ডাকবাংলো মোড়ে পোস্টারে লেখা দীন জনের ত্রাতা শুভেন্দু দা জিন্দাবাদ।কে বা কারা এই পোস্টার ফেলছে তা জানা যায়নি। কেউ এই পোস্টার রাতের অন্ধকারে ঝুলিয়ে দিয়ে চলে যাচ্ছে তারা প্রকাশ্যে আসছে না।তৃণমূল নেতৃত্বের অবশ্য অভিযোগ, এই কাজ দলের কেউ করছে না,বিরোধী দলই এই কাজ করছে।