বহিরাগতদের দিয়ে বাংলা দখলের সিদ্ধান্ত সফল হতে দেবনা কটাক্ষে মমতা বন্দ্যোপাধ্যায়

বহিরাগতদের দিয়ে বাংলা দখলের সিদ্ধান্ত সফল হতে দেবনা কটাক্ষে মমতা বন্দ্যোপাধ্যায়

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা ৭ ডিসেম্বর ২০২০পশ্চিম মেদিনীপুর: এতদিন বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে বনধের বিরোধী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এবার কৃষি আইন বাতিলের দাবিতে কৃষকদের ডাকা বনধে সমর্থন জানালেন তিনি ৷

তবে, ধর্মঘটের পক্ষে সায় নেই মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি সাফ জানিয়ে দেন, কেন্দ্রের এই কালা কৃষি আইনের প্রতিবাদে কৃষকদের আন্দোলনকে মমতা বন্দ্যোপাধ্যায় সমর্থন করছেন ৷ এমনকী মঙ্গলবারের কৃষকদের ডাকা ভারত বনধকেও তিনি নৈতিকভাবে সমর্থন জানাচ্ছেন ৷ তবে, ধর্মঘট করে জনজীবন ও জীবিকা বন্ধ করে দেওয়ার সমর্থন তিনি করবেন না ৷কৃষি পন্যের লাগাম ছাড়া মূল্যবৃদ্ধি নিয়ে কেন্দ্রকে নিশানা করেন তিনি ৷ তিনি অভিযোগ করেন, নয়া কৃষি আইনের মাধ্যমে কৃষকদের ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছে ৷ প্রসঙ্গত, গত শনিবার কেন্দ্রীয় প্রতিনিধি দলের সঙ্গে আন্দোলনকারী কৃষক সগঠনগুলির প্রতিনিধি দলের পঞ্চম দফা বৈঠকের পরেও কোনও সমাধান সূত্র বেরোয়নি কৃষি আইন নিয়ে ৷ যারপরেই 8 ডিসেম্বর ভারত বনধের ডাক দেয় কৃষক সংগঠনগুলি ৷এদিন জনসভা থেকেই আসন্ন বিধানসভা নির্বাচনের প্রচার শুরু করে দেন তৃণমূল নেত্রী ৷ বিজেপিকে নিশানা করে মমতার বার্তা, বহিরাগতদের দিয়ে বাংলা দখলের চক্রান্ত তিনি সফল হতে দেবেন না ৷ তাঁর অভিযোগের সমর্থনে, সিপিএম এবং এ রাজ্যের কংগ্রেস নেতৃত্বকেও একহাত দেন তৃণমূল নেত্রী ৷

আরও পড়ুন…প্রয়াত হলেন মেদিনীপুর বিধানসভার বিধায়ক মৃগেন মাইতি

অভিযোগ করেন, বিজেপিকে মদত দিতে সিপিএম ও কংগ্রেস একসঙ্গে কাজ করছে ৷

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top