নিজস্ব সংবাদদাতা ৮ ডিসেম্বর ২০২০ কোলকাতা:কেন্দ্রীয় কৃষি আইনের প্রতিবাদে চলছে দেশজুড়ে ধর্মঘট। মঙ্গলবার শিয়ালদহ স্টেশন থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করলেন এস ইউ সি আই কর্মী সমর্থকরা।

এদিন এস ইউ সি আই তরফে জানানো হয়েছে, বিজেপি সরকারের আমলে কৃষক ও শ্রমিকেরা দুর্দশার মধ্যেই পড়েছে। কৃষকদের আন্দোলনে কেন্দ্রের বিজেপি সরকার কোন দৃষ্টি দেয় নি। দেশের কৃষকদের চরম দুরাবস্থার মধ্যে পড়তে হয়েছে। এদিন এসএফআইয়ের সাধারণ সম্পাদক জানিয়েছেন, অবিলম্বে কৃষি বিল কেন্দ্রীয় সরকারকে প্রত্যাহার করতে হবে। সাধারণ মানুষের কথা ভেবে সকাল ১১ টা থেকে দুপুর ৩ টে পর্যন্ত ধর্মঘটের ডাকা দেওয়া। ধর্মঘট কে সমর্থন জানাতে ধর্মতলা চত্বরে প্রতিবাদ মিছিল করা হয়েছে।
