নিজস্ব সংবাদদাতা ৮ ডিসেম্বর ২০২০ শিলিগুড়ি: শিলিগুড়িতে ছিঁড়ে ফেলা হলো সরকারি পোস্টার উত্তপ্ত শহরের মহাত্মা গান্ধী চক। এদিন বিজেপি কর্মীরা দলের ডাকা বারো ঘণ্টার উত্তরবঙ্গ বন্ধের সমর্থনে ও নিহত বিজেপি কর্মীদের ঘটনার প্রতিবাদ জানিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে।

তারই মধ্যে বিজেপি কর্মী সমর্থকরা রাস্তায় লাগানো মমতা বন্দোপাধ্যায়ের ছবিসহ পোস্টার ছিঁড়ে ফেলে আগুন লাগিয়ে প্রতিবাদ জানাতে থাকে। এই ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় হিলকার্ট রোড। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের বিশাল পুলিশবাহিনী। পাশাপাশি ঘটনার খবর শুনে ঘটনাস্থলে ছুটে যায় তৃণমূল কর্মীরা। পরিস্থিতি হাতাহাতিতে পৌছায়। পরিস্থিতি সামাল দিতে আটক করা হয় বেশ কয়েকজন বিজেপি কর্মী ও সমর্থকদের।
