নিজস্ব সংবাদদাতা ৮ ডিসেম্বর ২০২০ বীরভূম: ৫ দফা দাবি দাওয়াকে সামনে রেখে বীরভূমের সিউড়িতে মুখ্য স্বাস্থ্য আধিকারিক অফিস চত্বরে বিক্ষোভ প্রদর্শন করলো নেশনাল হেলথ মিশনের সদস্যরা। সারা রাজ্যের ২৩০০০ কর্মীর সাথে সাথে বীরভূম জেলাতে প্রায় ৫৫০ জন কর্মী এদিন বিক্ষোভ প্রদর্শন করেন সিউড়িতে এবং ডেপুটেশন প্রদান করলেন মুখ্য স্বাস্থ্য আধিকারিককে।

তাদের দাবী হল সমকাজে সমবেতন দিতে হবে, নির্দিষ্ট বেতন পরিকাঠামো ঠিক করে স্থায়ীকরণের ব্যবস্থা করতে হবে, অবসরকালীন ভাতা প্রদান করতে হবে, কাজের নিরাপত্তা দিতে হবে তাদের। এই ধরনের ৫ দফা দাবি দাবা নিয়ে বিক্ষোভ প্রদর্শন করলো তারা।তাদের দাবি এরআগেও প্রশাসনের বিভিন্ন জায়গায় জানিয়েও আমাদের কোনো লাভ হয়নি। সে কারণেই বিক্ষোভের পথ বেছে নিলাম আমরা। যদি আমাদের কাজ না হয় তাহলে আমরা পরবর্তী ক্ষেত্রে রাজ্য জুড়ে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবো।
