নিজস্ব সংবাদদাতা পূর্ব মেদিনীপুর ৯ ডিসেম্বর ২০২০:পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের মারোবেরিয়া গ্রামের দরিদ্র পরিবারের ছেলে শেখ মফিজুল,। ছোট বেলা থেকেই ফুটবল খেলাতে দক্ষ ছিলেন শেখ মফিজুল।
জেলা থেকে শুরু করে রাজ্যস্তরে বহু সাফল্য অর্জন করেছেন তিনি। তার খেলা দেখে আপ্লুত হয়ে পরেছে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া । ফুটবল টিমে জায়গা করে নিলেন দরিদ্র পরিবারের ছেলে শেখ মফিজুল। জানা গিয়েছে কলকাতা থেকে জলপাইগুড়ি টিমে যোগদান করছেন তিনি। স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া ফুটবল টিমে যদি ভালো ফল করতে পারে শেখ মফিজুল তাহলে আগামী দিনে হয়তো জাতীয় স্তরে খেলার সুযোগ পাবে । এই সম্বন্ধে শেখ মফিজুলের বাবা আব্দুল মান্নান বলেন দরিদ্রতার মধ্য দিয়ে স্বামী-স্ত্রীর কঠোর পরিশ্রমে ছেলেকে প্রতিষ্ঠা করতে পেরে খুব খুশি হয়েছেন তাঁরা। ছেলেও সেই কষ্টের মূল্য দিয়েছে, কার্যত কথা বলতে বলতে চোখের জল বেরিয়ে আসে বাবার। পাশাপাশি ছেলের সাথে গর্বিত তিনিও। বাবার কষ্টের যথেষ্ট সুনাম করলেন শেখ মফিজুল। তবে যাই হোক কষ্টের ফল বৃথা যায় না, তবে তার এই সাফল্যে তে খুশি গ্রামবাসী থেকে ব্লক প্রশাসন।
আরও পড়ুন…“কোনও ভুল করলে ক্ষমা করে দেবেন” বনগাঁর গোপালনগরে জনসভা থেকে বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের
পাশাপাশি তাকে উৎসাহ দিতে এগিয়ে এলেন স্থানীয় সমাজ সেবী আবিদার মল্লিক এবং আগামী দিনে তাদের পাশে থাকার অঙ্গীকার করেন তিনি।