হোটেলের ঘরেই উদ্ধার তামিল অভিনেত্রী ভি জে চিত্রার ঝুলন্ত দেহ

হোটেলের ঘরেই উদ্ধার তামিল অভিনেত্রী ভি জে চিত্রার ঝুলন্ত দেহ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিউজ ডেস্ক ৯ ডিসেম্বর ২০২০:বেশ কিছু অনুষ্ঠান সঞ্চালনা করার পর অভিনয় শুরু করেন চিত্রা। ধারাবাহিক ‘পান্ডিয়ান স্টোরস’-এ অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। তাঁর অকালপ্রয়াণে শোকস্তব্ধ পরিবারের পাশাপাশি বন্ধুমহলেও।

তাঁর বহু অনুরাগী সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে শোক জ্ঞাপন করেছেন। চিত্রার অকালে চলে যাওয়া এখনও মেনে নিতে পারছেন না কেউই। সূত্রের খবর, ইভিপি ফিল্ম সিটিতে শুটিং শেষ করে মঙ্গলবার রাত আড়াইটের পর হোটেলে ফেরেন চিত্রা। তারপর শুটিং ইউনিটের কোনও সদস্যের সঙ্গে তাঁর আর কথা হয়নি। কয়েক মাস আগে থেকেই হেমন্ত নামে এক ব্যবসায়ীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন বলে ঘনিষ্ঠদের অনুমান। কিছুদিন ধরে তাঁরা একসঙ্গে থাকতেনও। সম্প্রতি চেন্নাইয়ের নাজারেতেপেট্টাইয়ের একটি হোটেলের ঘর থেকে উদ্ধার হয়েছে তামিল অভিনেত্রী ভি জে চিত্রার ঝুলন্ত দেহ। হোটেলের ঘরে সিলিং ফ্যান থেকে ঝুলন্ত অবস্থায় চিত্রার দেহ উদ্ধার হয়। প্রাথমিক ভাবে আত্মহত্যার ঘটনা বলে মনে করছে চেন্নাই পুলিশ। তাঁর বয়স হয়েছিল ২৮ বছর। আচমকা চিত্রার মৃত্যুর পর তদন্তে নেমে পুলিশ হেমন্তকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। তিনি দাবি করেন, শুটিং থেকে ফিরে চিত্রা স্নান করতে যান। তারপরে বহুক্ষণ কেতে গেলেও দরজা খোলেনা অবশেষে হোটেলের এক কর্মীকে ডেকে ডুপ্নিকেট চাবি দিয়ে ঘর খোলানোর ব্যবস্থা করেন তিনি।

আরও পড়ুন…দারিদ্রতাকে জয় করে ফুটবল টিমে জায়গা করে নিল শেখ মফিজুল

ঘর খুলে চিত্রার ঝুলন্ত দেহ দেখে পুলিশে খবর দেওয়া হয়। আপাতত দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে খবর।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top