মুখ্যমন্ত্রীকে রাক্ষসীর সাথে তুলনা, পোস্টার ঘিরে বিতর্ক বীরভূমে

মুখ্যমন্ত্রীকে রাক্ষসীর সাথে তুলনা, পোস্টার ঘিরে বিতর্ক বীরভূমে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা ১১ ডিসেম্বর ২০২০ বীরভূম: একুশের বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই রাজ্যের রাজনৈতিক পারদ চড়ছে। শাসক দল এবং বিরোধীদের একের পর এক কর্মসূচি এবং অভিযোগ, পাল্টা অভিযোগে সরগরম পরিস্থিতি।

আর এমত অবস্থাতে পরিস্থিতিকে আরও সরগরম করলো একটি পোস্টার। যে পোস্টার ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে বিতর্ক।বীরভূমের ইলামবাজারে বিজেপির দলীয় কার্যালয়ের সামনে এমনই একটি বিতর্কিত পোস্টারের দেখা মিলেছে যেখানে রয়েছে এক রাক্ষসীর ছবি। আর পোস্টারের গায়ে লেখা রয়েছে, ‘হাঃ হাঃ হাঃ হিঃ হিঃ হিঃ। আমি পশ্চিমবঙ্গের সব লোক খেয়ে ফেলবো।’ আর এই পোস্টার এবং পোস্টারে উল্লেখিত শব্দগুলি নিয়ে মানুষের কৌতূহল কাকে উদ্দেশ্য করে এই পোস্টার!
এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে বিজেপির কার্যকর্তারা জানিয়েছেন, ‘রাজ্যের মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করেই এই পোস্টার।’ আর বিজেপির তরফ থেকে এই পোস্টারে মুখ্যমন্ত্রীকে রাক্ষসীর সাথে তুলনা করার পাল্টা দিতে দেখা গেল তৃণমূল কর্মীদেরও। অন্যদিকে এই পোস্টার ঘিরে ইতিমধ্যেই দানা বাঁধতে শুরু করেছে বিতর্ক। ওয়াকিবহাল মহলের মত, দিন দিন রাজনীতির শালীনতা হারাচ্ছে। শাসক এবং বিরোধী সকলের মধ্যেই সেই শালীনতা হারানোর ছবি স্পষ্ট।পোস্টারে মুখ্যমন্ত্রীকে রাক্ষসীর সাথে তুলনা করার কারণ হিসাবে ইলামবাজার ব্লকের বিজেপি সম্পাদক দীপঙ্কর জোর জানিয়েছেন, “দিদি যেদিন থেকে ক্ষমতায় বসেছে সেদিন থেকে আমাদের সাধারণ মানুষের টাকা, নারদা সারদা কেলেঙ্কারি থেকে আরম্ভ করে একশ দিনের টাকার কেলেঙ্কারি, প্রধানমন্ত্রী আবাস যোজনা কেলেঙ্কারি থেকে আরম্ভ করে আম্ফান কেলেঙ্কারি। আমফানের জন্য কেন্দ্র থেকে দেওয়া টাকা যারা প্রাপ্য তারা না পেয়ে অন্যায় ভাবে তৃণমূলের কর্মীরা পেয়েছে। সেই জন্যই আমরা এই প্রচার চালাচ্ছি দলীয়ভাবে।” তবে এই পোস্টারের পাল্টা হিসেবে তৃণমূল নেতা দুলাল রায় জানিয়েছেন, “ওই পোস্টারে যে রাক্ষসীর ছবি রয়েছে ওটা মুখ্যমন্ত্রীর নয়, আসলে ওটা বিজেপির নেতানেত্রীদেরই। বিজেপি নিজেরাই নিজেদের দলীয় নেতানেত্রীদের ছবি তুলে ধরেছে।

 

আরও পড়ুন…হাসপাতালের বাইরে কান্নায় ভেঙে পড়লেন রেমো ডি’সুজার স্ত্রী

ওরাই যে রাক্ষসী তাই এই পোস্টারের মাধ্যমে প্রমাণ করেছে। আগামী নির্বাচনে এই চেহারা দেখেই বিজেপির বিরুদ্ধে মানুষ ভোট দেবেন।”

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top