দুয়ারে সরকার কর্মসুচীর প্রচারকে কেন্দ্র করে প্রকাশ্যে তৄণমুল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব

দুয়ারে সরকার কর্মসুচীর প্রচারকে কেন্দ্র করে প্রকাশ্যে তৄণমুল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা ১২ ডিসেম্বর ২০২০ দক্ষিণ ২৪পরগণা: দুয়ারে সরকার কর্মসুচীর প্রচারকে কেন্দ্র করে প্রকাশ্যে তৄণমুল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব ৷ রাজপুর সোনারপুর পুরসভার ৩ নম্বর ওয়ার্ডে এই কর্মসুচী চলাকালীন এই ওয়ার্ডের প্রাক্তন পুরমাতা ও বর্তমান কোঅর্ডিনেটর অশোকা মৄধা এক তৃণমূল নেতাকে মারধোর করেন বলে অভিযোগ ।

প্রথমে কথাকাটি হয় তারপর মারধোর করা হয় ৷ আক্রান্ত তৄণমুল নেতা চন্দন হালদারের দাবি নতুন দিয়াড়া এলাকায় স্বাস্থ্যসথীর ফর্ম ফিলাপের কর্মসুচী করছিলেন তারা ৷ সেইসময় তাদের বাধা দেয় কোঅর্ডিনেটর অশোকা মৄধা ৷ দুপক্ষের কথা কাটাকাটির পর মারধোর করা হয় বলে অভিযোগ ৷ মারধোর করার কখা অস্বীকার করেছেন কোঅর্ডিনেটর অশোকা মৄধা ৷ তার বক্তব্য এই ঘটনার সাথে বিজেপির প্ররোচনা আছে ৷ তার ওয়ার্ডে তার অনুমতি ছাড়াই বিশৄঙ্খলা তৈরি করার জন্য এই কাজ করা হচ্ছিল বলে অভিযোগ করেন তিনি ৷ অভিযুক্তরা সুব্রত বক্সীর একটি চিঠি নিয়ে এই কাজ করছিল ৷ চিঠিটি নকল বলেই দাবি করেন তিনি ৷ পুরো বিষয়টি দলীয় নেতৄত্বকে জানানো হয়েছে ৷ এই বিষয়ে দক্ষিন চব্বিশ পরগনা তৄণমুলের মুখপাত্র জীবন মুখোপাধ্যায় বলেন এমন ঘটনা সত্যি হলে তা ঠিক হয়নি ৷ এই ঘটনা সত্যি হলে দল মার্জনা করবে না ৷ যদিও তিনি গোষ্ঠীদ্বন্দ্বের কথা উড়িয়ে দিয়েছেন ৷ অন্যদিকে বিজেপির বারুইপুর পুর্ব সাংগঠনিক জেলার সহসভাপতি বসন্ত শেঠিয়া বলেন এর সাথে বিজেপির কোনও যোগ নেই ৷ এটা তৄণমুলের গোষ্ঠীদ্বন্দ্ব বলেই দাবি তার ৷

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top